রাজ্য সরকার কর্মীদের জন্য রয়েছে সুখবর। আবার বাড়ছে DA , কিন্তু কত শতাংশ ? কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কপাল যেন সোনায় মোড়া। লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই মাননীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বা মহার্ঘ্য ভাতা বাড়িয়ে বিরাট উপহার দিয়েছিলেন। সে সময় একবারে ৪% DA বাড়িয়ে ৫০% করেদিয়েছিলো কেন্দ্রীয় সরকার। তবে শোনা যাচ্ছে এই নিয়ে তৃতীয় বার সরকার গঠনের পর খুব তাড়াতাড়ি কেন্দ্রর তরফ থেকে আনা হবে অষ্টম বেতন কমিশন।
অন্য দিকে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ সরকারও। চলতি বছরে লোকসভা নির্বাচন এর দিন ঘোষণার পরই রাজ্য সরকারি কর্মীদের জন্য DA বাড়িয়েছিলেন তিনি। একধাপে ৪% ভাতা বাড়িয়ে ১৪% করে দিয়েছিলেন। এসবের মধ্যেও জল্পনা তৈরী হয়েছে রাজ্য সরকারি কর্মীদের জন্য খুব তাড়াতাড়ি আস্তে চলেছে সপ্তম বেতন কমিশন। বিগত কয়েকমাস ধরে নতুন বেতন কমিশনে বেতন বৃদ্ধি দাবি নিয়ে আসছে সরকারি কর্মচারীরা। তাই এই মুহূর্তে বেতন বৃদ্ধির জন্য রাজ্য সরকারের দিকে তাকিয়ে আছে প্রায় ৫ লক্ষ সরকারি কর্মচারিসহ লক্ষাধিক অবসরপ্রাপ্ত কর্মচারীরা।
আবার বাড়ছে DA
অন্যদিকে গত ১৬ই মার্চ রাজ্যে সপ্তম বেতন কমিশনের রিপোর্ট জমা পড়েছিল কর্ণাটকের অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সীতারামাইয়ার কাছে। সেখানে কর্ণাটকের সরকারি কর্মীসহ অবসরপ্রাপ্ত কর্মচারীরা তাদের দাবি তুলে ধরেছিলেন। ওই রিপোর্টে বলা হয়েছিল তাদের মূল বেতন ২৭.৫ শতাংশ বাড়াতে হবে। কিন্তু সেসময় সরকারি কর্মীদের আশ্বাস দিয়ে বলা হয়েছিল ভোট পর্ব মিটে গেলে সমস্ত রিপোর্ট খতিয়ে দেখার পর কর্মীদের বেতন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু ১২ই জুন পর্যন্ত নির্বাচনীয় আচরণবিধি বলবদ্ধ থাকায় তা নিয়ে কোনো মন্তব্য করেনি সরকার। তবে বলাবাহুল্য ,এখনো পর্যন্ত সরকার এর তরফ থেকে কোনো ইতিবাচক নোটিশ দেওয়া হয়নি। এসবের মধ্যেই গত ১৫ই জুন ডি কে শিবকুমার জানিয়েছেন, “সরকারি কর্মচারীদের সমস্যা সম্পর্কে আমরা সচেতন। মন্ত্রীরা ও সরকারি চাকরিজীবি আসুন আমরা সবাই সততার সাথে সমস্যার সমাধান করার চেষ্টা করি। সরকার সপ্তম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ। পর্যায়ক্রমে কর্মচারীদের সব দাবি পূরণ করা হবে”।
লোকসভা নির্বাচনে রাজ্য সরকার এর কর্মচারীরা সরকারের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করেছিলেন। তার প্রমাণ ও মিলেছে। তবে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সীতারামাইয়ার নেতৃত্বে প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সপ্তম বেতন কমিশন নিয়ে কোনো কথা ওঠেনি। অন্যদিকে সরকার এর প্রতি অগাধ বিশ্বাস কর্মীদের। তাই কর্ণাটক রাজ্যে সরকারি কর্মীদের সংগঠনের সভাপতি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তারা আশাবাদী রাজ্য সরকার জুড়ে শেষ সপ্তাহে বা জুলাইয়ের প্রথম সপ্তাহে সপ্তম বেতন কমিশন কার্যকর করার সিদ্ধান্ত নেবেন।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।তারপর গত এক বছর ধরে ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন এবং লেখালেখি করছেন।