পুজোর আগেই কি কোনো বড়ো নিয়োগ হতে চলেছে ? হ্যাঁ ,রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। যেখানে মোট শুন্য পদের সংখ্যা 2000।
সম্প্রতি রাজ্যে 2011 সাল থেকে সমস্ত OBC সার্টিফিকেট বাতিল করা হয়েছে। বন্ধ রয়েছে সমস্ত নিয়োগ প্রক্রিয়া। এরই মধ্যে চলে এলো রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিরাট ঘোষণা। যেখানে এখন সমস্ত পরীক্ষা বাতিল সেখানে নতুন করে নিয়োগ যেন এক আশার আলো ছাত্রছাত্রীদের কাছে। দীর্ঘদিন নিয়োগ না করার ফলে রাজ্যে বিভিন্ন হাসপাতাল , স্বাস্থ কেন্দ্রে তৈরী হয়েছে শুন্য পদ।তাই স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।
আগামী এক মাসের মধ্যে জানানো হবে সমস্ত তথ্য। সূত্রের খবর, মোট 20 টি পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।এই সব শুন্য পদগুলির মধ্যে উল্লেখযোগ্য চিকিৎসক, ফার্মাসিস্ট, মেডিক্যাল টেকনোলজিস্ট প্রভৃতি। সব মিলিয়ে পদের সংখ্যা প্রায় 2000।
সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি ধাপে হতে চলেছে। 1600 জনকে নতুন করে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বাকি 400 জনকে নিয়োগ করবে স্বাস্থ দফতর। যেখানে, সরকারি অধ্যাপক পদে 550 জন, মেডিকেল টেকনোলজিস্ট পদে 700 জন ও ফার্মাসিস্ট পদে 300 জন কে নিয়োগ করা হবে। এছাড়াও রয়েছে ফিজিওথেরাপিস্ট, ল্যাবরেটরি অ্যাসিসট্যান্ট, জলপাইগুড়ি ইনস্টিটিউট অফ ফার্মাসির অধ্যাপকের পদ। সব মিলিয়ে প্রায় তৈরি হয়েছে 2000 শূন্যপদ।
আগামী মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও নিয়োগ করা হবে আরটি, ইসিজি, ডায়ালিসিস, পারফিউশনিস্ট, ইএমজি, ক্যাথল্যাব, ওটি, আরডি বিভিন্ন ধরণের মেডিকেল টেকনোলজিস্ট বিভাগে। সূত্রের খবর ,পুজোর মধ্যেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে জানা গিয়েছে।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।তারপর গত এক বছর ধরে ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন এবং লেখালেখি করছেন।