রাজ্যে মিড-ডে-মিল প্রকল্পে নিয়োগ, WB Mid-Day-Meal Recruitment 2024 Bankura

WB Mid-Day-Meal Recruitment 2024 Bankura : রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর , চলে এলো আরো একটি বিজ্ঞপ্তি। যেসকল চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে পড়াশুনা করছেন, চাকরির আসায় বসে আছেন তাদের জন্য এটি একটি বিশাল সুযোগ। মিড-ডে-মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট আকাউন্টেন্ট পদে কর্মী নিয়োগ করতে চলেছে বাঁকুড়া জেলা স্কুল

তাহলে আর অপেক্ষা কেন ? আপনিও এখুনি আবেদন করে ফেলুন। এখানে রাজ্যের সকল চাকরিপ্রার্থীরা বিনামূল্যে আবেদন করতে পারবেন। দেখে নিন এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে , বয়সসীমা কত , কবে আবেদন শেষ হবে , কিভাবে আবেদন করবেন ,সমস্ত তথ্য।

WB Mid-Day-Meal Recruitment 2024 Bankura

পদের নাম :

অ্যাসিস্ট্যান্ট আকাউন্টেন্ট পদ।(বাঁকুড়া জেলা )

মোট শুন্যপদের সংখ্যা :

মোট শূন্যপদ ১ টি।

শিক্ষাগত যোগ্যতা :

এই পদে (WB Mid-Day-Meal Recruitment 2024 Bankura) আবেদনকারী প্রার্থীদের কে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস্ করতে হবে এবং তার সঙ্গে যেকোনো সরকারি কেন্দ্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য আবেদনকারী প্রার্থী অবশ্যই বাঁকুড়াবাসী হতে হবে।

বয়সসীমা :

আবেদনকারী প্রার্থীদের বয়স ৬৫ বছরের কম হতে হবে।

কিভাবে করবে আবেদন :

এখানে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি হবে অফলাইনে। আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে বিজ্ঞপ্তিটি থেকে আবেদন পত্রটি সংগ্রহ করবেন।

তারপর সেখানে উল্লেখিত সমস্ত তথ্য অনুযায়ী কোনোরকম কাটাকুটি না করে আবেদন পত্রটি পরিষ্কারভাবে পূরণ করবেন।

সেখানে উল্লেখিত সমস্ত ডকুমেন্ট গুলির জেরক্স সহ আবেদন পত্রটি একটি খামে ভরে নিচে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিন। আপনি নির্দিষ্ট ঠিকানায় নিজে গিয়ে দিয়ে আসতে পারেন অথবা স্পীড পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা :

Block Development Office , Khatra , Bankura এই ঠিকানায় আবেদন পত্রটি জমা করতে হবে।

আবেদনের সময়সীমা :

আবেদনের শেষ তারিখ ০৬/০৯/২০২৪ এবং ইন্টারভিউ হবে ১৩/০৯/২০২৪ তারিখে।

বেতন :

প্রতি মাসে ১১,০০০ টাকা।

কিভাবে হবে নিয়োগ প্রক্রিয়া :

যোগ্য আবেদনকারীদের সরাসরি ইন্টারভিউ এর মাধমে নিয়োগ করা হবে।

অফিসিয়াল ওয়েবসাইট :

সমস্ত তথ্য জানার জন্য bankura.gov.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

Leave a comment