ইউনিফাইড পেনশন স্কিম (UPS )-অবসরপ্রাপ্ত ব্যাক্তিদের জন্য রয়েছে সুখবর। নতুন পেনশন স্কিম চালু করলো কেন্দ্রীয় সরকার। পুরোনো পেনশন স্কিম সংস্ককরন করেই আনা হলো নতুন পেনশন স্কিম। এর ফলে কি কি উপকৃত হবেন কর্মীরা ? জেনে নিন।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। চালু করা হলো নতুন পেনশন স্কিম। শনিবার এক বৈঠকের মাধ্যমে জানানো হয়েছে সে কথা , নাম দেওয়া হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম (UPS )। কারা এই পেনশন স্কিমের আওতায় থাকবেন ? কিভাবে কাজ করবে এই স্কিম ? আগেও তো পেনশন পেতেন কর্মীরা , তবে এখন কতটা আলাদা এই পেনশন স্কিম ?
জানা যাচ্ছে ,আগামী ২০২৫ সালের ১ লা এপ্রিল থেকে চালু হবে এই স্কিম। পুরোনো পেনশন স্কিমের থেকে সম্পূর্ণ আলাদা এই স্কিম। এই পেনশন স্কিমে জানানো হয়েছে , যে সকল কর্মচারীরা ২৫ বছর পর্যন্ত কাজ করেছেন , সেক্ষেত্রে তারা অবসরের আগের এক বছর যে পরিমান বেতন পেতেন তার ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন । এই নতুন নিয়মে আরো জানানো হয়েছে যে , কোনো পেনশনভোগীর এই স্কিমের আওতায় থাকাকালীন যদি মৃত্যু হয় তবে সেক্ষেত্রে তিনি যে পেনশন পেতেন তার ৬০ শতাংশ পাবে তার পরিবার।
এই নয়া নির্দেশিকায় জানানো হয়েছে যে, কোনো কেন্দ্রীয় সরকারি কর্মী যদি ১০ বছর চাকরি করার পর চাকরি ছেড়ে দেয় ,সেক্ষেত্রে ১০ হাজার টাকা করে মাসিক পেনশন পাবেন তিনি।
এই দিন আরো বলা হয় , এতো দিন ধরে চলে আসা ন্যাশনাল পেনশন স্কিমের (NSP ) আওতায় থাকা কর্মচারীরা যদি চান তবে বর্তমান নতুন ইউনিফাইড পেনশন স্কিমের (UPS )আওতায় আস্তে পারেন।বর্তমানে কেন্দ্রীয় সরকারের প্রায় ২৩ লক্ষ কর্মচারী এই পেনশন স্কিমের সুবিধা পাবেন। আবার কোনো কর্মচারী চাইলে NSP অথবা UPS এর মধ্যে কোনো একটা বেছে নিতে পারেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে রাজ্য সরকার চাইলে এই প্রকল্প গ্রহণ করতে পারেন।
উল্লেখ্য ,২০০৪ সাল থেকে যারা অবসর নিয়েছেন তারাও এই সুবিধা পাবেন।কেন্দ্রের দাবি, ন্যাশনাল পেনশন স্কিমে সরকারের যোগদান ছিল ১৮ শতাংশ। তবে এই নতুন ইউনিফাইড পেনশন স্কিমে সরকারের যোগদান হবে ১৮.৫ শতাংশ। এক্ষেত্রে এই নতুন পেনশন স্কিম বেছে নিলে কর্মীদের দ্রব্যের মূল্য বৃদ্ধির সঙ্গে অর্থের পরিমানও বাড়বে।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।তারপর গত এক বছর ধরে ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন এবং লেখালেখি করছেন।