CBI তে চাকরি করতে চান? চলে এলো নোটিফিকেশন | CBI Recruitment 2024

CBI Recruitment 2024 – যারা এতদিন ধরে ভাবছেন CBI তে কি করে চাকরি পাওয়া যায় তাদের কাছে এটি বড়ো খবর হতে চলেছে। চলে এলো CBI এর তরফ থেকে নতুন নোটিফিকেশন।কিভাবে করবেন আবেদন বুঝতে পারছেন না? তাহলে আজকের এই বিজ্ঞপ্তিটি রইলো আপনার জন্য।

সম্প্রতি একটি নোটিফিকেশন জারি করা হয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ CBI এর তরফ থেকে। যেখানে তাদের জব ভ্যাকেন্সির কথা উল্লেখ করা হয়েছে। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কত, কিভাবে আবেদন করবেন, তার সমস্ত তথ্য আলোচনা করা হয়েছে এই বিজ্ঞপ্তিটির মাধ্যমে।

CBI Recruitment 2024, বিবরণ:

CBI এর তরফ থেকে চলে এলো নতুন নোটিফিকেশন। কিভাবে করবে আবেদন জেনে নিন তথ্য।

পোস্টের নাম – এখানে Retainer Counsel পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারী ব্যাক্তিকে অবশ্যি LLB পাস্ করে থাকতে হবে। তারসঙ্গে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্রিমিনাল কেস এর ওপর। কারণ এক্ষেত্রে CBI এর তরফ থেকে অ্যাডভোকেট নিয়োগ করা হবে।

মোট শুন্য পদের সংখ্যা – মোট শূন্যপদ ১ টি।

পোস্টিং – এক্ষেত্রে নির্বাচিত ব্যাক্তি কে মুম্বাই তে পোস্ট করা হবে।

CBI Recruitment 2024, কিভাবে করবে আবেদন?

এক্ষেত্রে অনলাইন মাধ্যমে ফ্রম পূরণ করতে হবে। CBI এর তরফ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেই অনুযায়ী যোগ্য প্রার্থীরা CBI এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে।

আবেদন শুরু – ২৬/০৮/২০২৪ থেকে শুরু হয়ে গেছে।

আবেদন শেষ – ১০/০৯/২০২৪ তারিখ পর্যন্ত চলবে।

Leave a comment