RRB NTPC Notification 2024 – যে সমস্ত চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে রেলের চাকরি করবেন বলে অপেক্ষা করে আছেন তাদের জন্য রয়েছে বিরাট সুখবর।সম্প্রতি NTPC নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো RRB .যেখানে প্রচুর সংখ্যক শুন্য পদে নিয়োগ করা হবে।
যারা দীর্ঘদিন ধরে NTPC নোটিফিকেশনের জন্য অপেক্ষা করে আছো, তাদের যেন অপেক্ষার অবসান হলো আজ।NTPC এর পক্ষ থেকে দুটি বিজ্ঞপ্তি (RRB NTPC Notification 2024 ) প্রকাশ করা হয়েছে। যেখানে উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশন লেভেলের পদে নিয়োগ করা হবে। তাই বিজ্ঞপ্তিটি শেষ পর্যন্ত পড়তে থাকো কোন কোন পদের জন্য তোমরা যোগ্য হবে, কারা কারা যোগ্য প্রার্থী, সেই সমস্ত বিষয়ে সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে।
বিবরণ (RRB NTPC Notification 2024)
RRB NTPC এর পক্ষ থেকে দুটি নোটিশ প্রকাশ করা হয়েছে। যেখানে উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশন লেভেলে নিয়োগ করা হবে।যেখানে ১১,৫৫৮ টি শুন্য পদ রয়েছে।
গ্রাজুয়েশন পাশের ক্ষেত্রে
পোস্টের নাম – এখানে অনেকগুলি পোস্টে নিয়োগ করা হবে। যেগুলি হল –
১. চিফ কমার্সিয়াল কাম টিকিট সুপারভাইযার
২. স্টেশন মাস্টার
৩. গুডস ট্রেন ম্যানেজার
৪. জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট
৫. সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট
মোট শুন্য পদের সংখ্যা – ৮১১৩ টি।
বয়স – ১৮ – ৩৬ বছর।
আবেদন শুরু – আবেদন শুরু হবে ১৪/০৯/২০২৪ থেকে।
আবেদন শেষ – আবেদন শেষ হবে ১৩/১০/২০২৪ তারিখে।
উচ্চমাধ্যমিক পাশের ক্ষেত্রে
পোষ্টের নাম – এখানেও অনেকগুলি পোস্টে নিয়োগ করা হবে। সেগুলি হল –
১. কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক।
২. একাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট।
৩. জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট।
৪. ট্রেনস ক্লার্ক।
মোট শূন্যপদের সংখ্যা – ৩৪৪৫ টি।
বয়সসীমা – ১৮ – ৩৩ বছর।
আবেদন শুরু – ২১/ ০৯/২০২৪ থেকে শুরু হবে আবেদন।
আবেদন শেষ – ২০/১০/২০২৪ তারিখ।
কিভাবে করবেন আবেদন?
এক্ষেত্রে পার্থীকে কেবলমাত্র অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সেখানে দেওয়া সমস্ত সঠিক ভাবে পূরণ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।
নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে?
এক্ষেত্রে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কয়েকটি ধাপে হবে। প্রথমত দুটি পোস্টের ক্ষেত্রেই CBT 1 এবং CBT 2 (computer based test ) দিতে হবে। তারপর এই দুটি পরীক্ষায় পাস্ করলে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে টাইপিং টেস্ট দিতে হবে। সর্বশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।তারপর গত এক বছর ধরে ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন এবং লেখালেখি করছেন।