বর্তমানে আমাদের সাধারণ জীবনযাত্রার সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে রয়েছে ইন্টারনেট। আর এই ইন্টারনেট ব্যবহারের অন্যতম প্রধান মাধ্যম হল মোবাইল ফোন।শহর থেকে গ্রাম এখন সবারই হাতের মধ্যে রয়েছে ইন্টারনেট পরিষেবা। তবে সম্প্রতি কালে, ইন্টারনেট প্রদানকারী সংস্থাগুলি যেমন জিও, এয়ারটেল, ভোডাফোন যে হারে তাদের রিচার্জের দাম বাড়িয়ে চলেছে, সে ক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষের পক্ষে ইন্টারনেট ব্যবহার যেন একটি বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে।
বিএসএনএল এর ঘোষণা
বর্তমানে বেসরকারি ইন্টারনেট প্রদানকারী সংস্থাগুলি রিচার্জের দাম বাড়ানোর ফলে অনেক গ্রাহকই নতুন করে বিএসএনএল এর দিকে ঝুঁকছেন। কিন্তু তাদের অভিযোগ হাই হাই স্পিড ইন্টারনেট এখনও দেয় না এই সংস্থা।দেশের বিভিন্ন রাজ্যে 4G, 5G পরিসেবা চালু করলেও এখনো অনেক রাজ্যে সেই 4G, 5G পরিসেবা চালু করতে পারেনি তারা।
তবে এতো কিছুর মধ্যেও খুশির খবর দিতে চলেছে বিএসএনএল। খুব শীঘ্রই তারা সমগ্র দেশ জুড়ে চালু করতে চলেছে 4G, 5G পরিষেবা। তা আগামী বছরের মধ্যেই দেশজুড়ে চালু করবে এই পরিষেবা বলে জানা গিয়েছে। তবে এক রিপোর্ট অনুযায়ী, মার্কেট শেয়ারে ২৫ শতাংশ নিজেদের দখলে আনাটাই একমাত্র লক্ষ্য বিএসএনএল এর। তবে এ তথ্যও জানা গিয়েছে, আগামী বছরে মার্চ মাসের মধ্যে দেশজুড়ে সমগ্র 4G পরিষেবা চালু করবে এই সংস্থাটি আর ২০২৫ এর শেষ অব্দি 5G পরিসেবা আনতে চলেছে এই সংস্থা। তাদের এই নতুন ঘোষণা ব্যবহারকারীদের জন্য একটি সুখবর হয়ে দাঁড়িয়েছে।
বিএসএনএল এর কয়েকটি জনপ্রিয় রিচার্জ প্ল্যান
ইতিমধ্যে বিএসএনএল অনেক রিচার্জের প্ল্যান রয়েছে যেগুলি সাধারণ মানুষের মধ্যে খুবই জনপ্রিয় তবে বিশেষ করে কয়েকটি প্ল্যান রয়েছে যেগুলি মানুষেরা খুব বেশি পছন্দ করেন। তার মধ্যে অন্যতম একটি প্ল্যান হলো ৩৪৭ টাকার প্ল্যান। এই প্ল্যানে মিলবে প্রত্যেকদিন ২ GB ডাটা ৫৪ দিনের জন্য।
তবে বিএসএনএল এর গ্রাহকদের মধ্যে আরও একটি জনপ্রিয় প্ল্যান হলো ৫৯৯ টাকার প্ল্যানটি। এক্ষেত্রে গ্রাহকদের মিলবে ৮৪ দিন ৩ জিবি করে ডাটা সঙ্গে আনলিমিটেড কল ও দৈনিক ১০০ টি এসএমএস। যেখানে এই প্ল্যান অন্যান্য নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা যেমন জিও, এয়ারটেল, ভোডাফোন এর কাছ থেকে নিতে গেলে গ্রাহকদের মাথায় হাত পড়বে সেখানে দাঁড়িয়ে বিএসএনএল গ্রাহকদের কাছে সর্বদাই এক আনন্দের খবর।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।তারপর গত এক বছর ধরে ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন এবং লেখালেখি করছেন।