BLRO Office Recruitment 2024 Purba Bardhaman – চাকরি প্রার্থী ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে আরও একটি সুখবর। রাজ্য সরকারের পক্ষ থেকে BLRO অফিসে নিয়োগ করা হচ্ছে।আজকের এই বিজ্ঞপ্তির মাধ্যমে জেনে নেওয়া যাক কিভাবে করতে হবে আবেদন , শিক্ষাগত যোগ্যতাই বা কি , কবে থেকে হবে আবেদন শুরু সমস্ত তথ্য।
যেসমস্ত চাকরিপ্রার্থীরা এতো দিন ধরে পড়াশোনার মাধ্যমে আছেন তাদের কাছে এটি একটি বিরাট সুযোগ। তারা প্রত্যেকে এই পোস্টের জন্য আবেদন করতে পারেন, তবে হ্যাঁ যদি চাকরিপ্রার্থী কেবলমাত্র পূর্ব বর্ধমানের বাসিন্দা হন। কারণ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পূর্ব বর্ধমান জেলা থেকে।
BLRO Office Recruitment 2024 Purba Bardhaman , বিবরণ :
পোস্টের নাম – ডাটা এন্ট্রি অপারেটর।
মোট পোস্টের সংখ্যা – ১৫ টি।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো শাখা থেকে গ্রাজুয়েশন পাস্ করতে হবে এবং তার সঙ্গে কম্পিউটার এপ্লিকেশন এর সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা – ২১ – ৪৫ বছর। (২৭/০৮/২০২৪ অনুযায়ী )
বেতন – ১১,০০০ টাকা প্রতি মাসে।
আবেদন শুরু – ২৭/০৮/২০২৪।
আবেদন শেষ – ১৪/০৯/২০২৪।
কিভাবে করবে আবেদন :
এক্ষেত্রে প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। আবেদনকারী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট www.purbabardhaman.nic.in তে গিয়ে সেখানে দেওয়া সমস্ত তথ্য অনুযায়ী সঠিক ভাবে আবেদন করতে হবে।
কিভাবে হবে নিয়োগ :
আবেদনকারী পার্থীদের প্রথমে হবে ১০০ মার্কের লিখিত পরীক্ষা।যেখানে সময় থাকবে ২ ঘন্টা।
তারপর যারা এই লিখিত পরীক্ষায় (BLRO Office Recruitment 2024 Purba Bardhaman) পাস্ করবে তাদের ডাকা হবে ইন্টারভিউতে।প্রতি ভেকেন্সির পেছনে ৫ জন করে ইন্টারভিউতে ডাকা হবে।
সর্বশেষে নির্বাচিত প্রার্থীদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। যেখানে প্রার্থীদের মাইক্রোসফ্ট ওয়ার্ড ,মাইক্রোসফ্ট এক্সেল এবং বেসিক ইন্টারনেট এপ্লিকেশন সম্পর্কে জানতে হবে।
এই তিনটি ধাপের মাধ্যমে চাকরি প্রার্থীদের বাছাই করা হবে।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।তারপর গত এক বছর ধরে ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন এবং লেখালেখি করছেন।