কলেজে ভর্তির নতুন নিয়ম ! কেন্দ্রীয় পোর্টালে ভর্তি। ভর্তির জন্য কি 18+ লাগবে ? Centralised Admission portal – Admission Online Apply 2024-2025

তোমরা যারা এবছর কলেজ এ ভর্তি হতে চলেছো তাদের জন্য ভর্তি হওয়ার নতুন নিয়ম চালু হলো।তোমরা নিশ্চই জানো , এবার কলেজে এডমিশন কেন্দ্রীয় পোর্টালে বা Centralised Admission এ ভর্তির মাধ্যমে হতে চলেছে।

Centralised admission portal এ কিভাবে আবেদন করবে অথবা 6 digit security pin কি তার সমস্ত তথ্য দেওয়া আছে এখানে।

কেন্দ্রীয় পোর্টাল এ ভর্তি।কিন্তু কিভাবে ? কি কি ডকুমেন্ট লাগবে ?

এবারে কলেজ ভর্তি হওয়ার প্রক্রিয়া একটি মাত্র কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে হতে চলেছে।এবারে কলেজে ভর্তি হওয়ার আগে কি কি ডকুমেন্ট আগে এই কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে এবং কোন ডকুমেন্ট গুলো না দিলে তোমরা কলেজে ভর্তি হতে পারবে না এবং এবছরের নিয়ম ও অফিসিয়াল সমস্ত তথ্য অনুযায়ী এখানে দেওয়া হলো।

এই পোর্টালে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টগুলি লাগবে সেগুলি হলো –

  • পাসপোর্ড সাইজ ফটো কপি।(অবশ্যই colour ফটো কপি হতে হবে)
  • জন্ম সার্টিফিকেট বা জম্মের প্রমাণপত্র।
  • দ্বাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
  • দশম শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
  • দ্বাদশ শ্রেণীর মার্কশিট।
  • কাস্ট সার্টিফিকেট।
  • ব্যাংকের পাসবুক।
  • নিজস্ব সই।(স্ক্যান করা )

সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।

তোমাদের যদি এই সমস্ত ডকুমেন্ট থাকে তোমরা তাহলে খুব সহজেই এই পোর্টালে আবেদন করতে পারবে।

কোন কোন উনিভার্সিটি এই কেন্দ্রীয় বা সেন্ট্রালাইজড পোর্টালে আছে ?

এই পোর্টালে মোট ১৬টি ইউনিভার্সিটি এবং ৪৬১টি কলেজ রয়েছে।এর মধ্যে মোট ৭২৭৪ টি কোর্স রয়েছে।এই নির্ধারিত ইউনিভার্সিটি মধ্যে যে সমস্ত কলেজগুলি অটোনোমাস সেই সমস্ত কলেজেগুলি এই কেন্দ্রীয় পোর্টালে থাকছে না।

কোন কোন ইউনিভার্সিটি এই কেন্দ্রীয় বা সেন্ট্রালাইজড পোর্টালে আছে সেগুলির লিস্ট হলো –

ইউনিভার্সিটির নাম
1. বাঁকুড়া ইউনিভার্সিটি
2. বর্ধমান ইউনিভার্সিটি
3. কলকাতা ইউনিভার্সিটি
4. কোচ বিহার পঞ্চানন ভার্মা ইউনিভার্সিটি
5. ডায়মন্ড হারবার ওমেনস ইউনিভার্সিটি
6. গৌড় বঙ্গ ইউনিভার্সিটি
7. কল্যাণী ইউনিভার্সিটি
8. কাজী নজরুল ইউনিভার্সিটি
9. মুর্শিদাবাদ ইউনিভার্সিটি
10. নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি
11. রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি
12. রাইগঞ্জ ইউনিভার্সিটি
13. সিধো-কাহ্ন-বিরসা ইউনিভার্সিটি
14. সংস্কৃত কলেজ এন্ড ইউনিভার্সিটি
15. বিদ্যাসাগর ইউনিভার্সিটি
16. ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি
সেন্ট্রালাইজড পোর্টালের অন্তর্গত কলেজ

ভর্তির জন্য কি 18+লাগবে ?

যাদের এখনও 18+ বছর বয়স হয়নি তাদের মনে প্রশ্ন থাকে যে তারা কি কলেজে ভর্তি হতে পারবে না ? এমন না যে যদি তোমার বয়স 18+ না হয় তাহলে তুমি ভর্তি হতে পারবে না, তোমার বয়স যদি 17 বছর ও হয় এবছর তুমি কলেজে এডমিশন নিতে পারবে।তুমি যদি উচ্চমাধ্যমিক পাস করো তোমার বয়স যাই হোক না কেন তুমি কলেজ ভর্তি হতে পারবে।

Centralised Admission Portal এ কিভাবে Online Apply করবেন ?

Centralised admission portal এ কতগুলি ধাপে আপনাকে করতে হবে।

Registration

Centralised admission portal এ এসে প্রথমে করতে হবে Registration. এর জন্য প্রথমে দিতে হবে মোবাইল নম্বর এবং Email ID.

Regisrtation of Centralised Admission Portal

Personal Information

পরবর্তী ধাপে সমস্ত personal information দিতে হবে। সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে।

personal information of centralised admission portal

উপরের চিত্র অনুযায়ী প্রথমে নাম দেবেন এবং তারপর যদি middle name থাকে দেবেন ও সবশেষে পদবি বা last name .

তারপর Nationality কি মানে আপনি ইন্ডিয়ান কি অন্য কিছু তা দেবেন।Domicile এর ক্ষেত্রে যারা অন্য রাজ্য থেকে apply করবেন তারা yes করবেন।District select করতে হবে।

তারপর gender মানে আপনি male, female বা third gender নাকি সেটা দেবেন এবং সঙ্গে আপনার date of birth দেবেন।Social category select করতে হবে।

Password দিতে হবে এবং সেটাকে confirm করতে হবে।

তারপর আপনার মোবাইলে একটি OTP আসবে সেটা দিতে হবে এবং আপনি যে উচ্চমাধ্যমিক পাশ করেছেন সেটা Yes করতে হবে ও সর্বশেষ আপনাকে complete registration করতে হবে।

Candidate Dashboard

এখানে আপনাকে Edit Profile এ যেতে হবে এবং 100% profile complete করতে হবে। তার জন্য নিম্নলিখিত পর্যায়ে করতে হবে।

Profile Entry (Personal Information)

প্রথমে আপনাকে স্ক্যান করা ফটো এবং signature দিতে হবে। তারপর আপনার সমস্ত personal ইনফরমেশন দিতে হবে এবং save changes এ ক্লিক করতে হবে উপরের ছবি অনুযায়ী।

Profile Entry (Address)

এখানে এসে আপনাকে আপনার permanent address এবং communication address পূরণ করতে হবে।দুটো address যদি একই হয় তবে একটি address দেবেন।

তারপর save changes এ ক্লিক করতে হবে।

Profile Entry (Additional Information)

এখানে আপনাকে আপনার বাবার , মায়ের এবং আপনার guardian এর সমস্ত রকম তথ্য ডোতে হবে।

Profile Entry (Result Entry)

এখানে সমস্ত তথ্য পূরণ করতে হবে এবং তার সঙ্গে কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন তা দিতে হবে।

Profile Entry (Documents Upload)

এখানে দেওয়া সমস্ত তথ্য অনুযায়ী যা যা document আছে তা আপলোড করতে হবে।

তারপর Preview Page অপসন আসবে এবং সেটা ভালো করে দেখে নিতে হবে। এরপর আসবে Preview Final acknowledgement পেজ সেটাকে ভালো করে দেখে Confirm করতে হবে।

এইভাবে Profile Entry এন্ট্রি শেষ হবে।

Profile Entry (Edit Option)

আপনি যদি আপনার ইমেল ID বা পাসওয়ার্ড কিংবা প্রোফাইল এ কোনোরকম পরিবর্তন করতে চান তা করতে পারেন।

Course Selection

এখানে তুমি কোন বিষয় নিয়ে ভর্তি হতে চাইছো তা সিলেক্ট করবে।প্রথমে তোমাকে GE -১ এবং GE -২ সিলেক্ট করতে পারবে তোমার পছন্দ অনুযায়ী। তোমার এখানে কোর্স ফী কত সেটা দেখাবে ও তারপর সেটা proceed করবে।

how to select a course

Preference Selection

এখানে তুমি তোমার পছন্দ অনুযায়ী কলেজ সিলেক্ট করবে। যদি তোমার প্রেফারেন্স অনুযায়ী কলেজ না থাকে তবে তোমাকে Candidate Not Fit দেখাবে।

how to select a preference

Preference List – Change Preference

ধরো তুমি এখানে প্রেফারেন্স অনুযায়ী এক নম্বর কলেজ ভর্তি হতে চাইলে না সেক্ষেত্রে তুমি তোমার প্রেফারেন্স চেঞ্জ করতে পারবে।

how to change preference of centralised admission portal

Proceed for Payment

তারপরে এখানে তোমার যাবতীয় কোর্স ফী সমস্ত কিছু পেমেন্ট অনলাইনের মাধ্যমে পে করতে হবে।

এইভাবে তোমাকে ফর্ম পূরণ কমপ্লিট করতে হবে।তোমার কাছে যদি সমস্ত ডকুমেন্ট স্ক্যান করা থাকে তবে তুমি খুব সহজেই বাড়িতে বসে ফোনের মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবে।

FAQs

(1) 6 ডিজিট সিকিউরিটি পিন কি ? / 6 digit security pin centralised admission login.

Centralised Admission portal এ গেলে প্রথমে একটি ৬ ডিজিট সিকিউরিটি পিন এন্টার করতে হবে।এটা স্টুডেন্টদের জন্য না।আসলে এই সিকিউরিটি পিন কলেজ বা ইউনিভার্সিটি জন্য। যখন এডমিশন চালু হবে তখন ইটা লাগবে না।

(2) 6 digit security pin centralised admission not working.

এই পিনটি কেবলমাত্র কলেজ বা উনিভার্সিটির জন্য। যেহেতু এখন পোর্টালে এডমিশন শুরু হয়নি তাই এই পিনটি চাইছে। যখন এডমিশন চালু হবে তখন এই পিনটির প্রয়োজন হবে না।

Leave a comment