CISF Fireman Recruitment 2024 – সকল চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিরাট সুখবর।বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে CISF বা Central Industrial Security Force এর তরফ থেকে। যারা দীর্ঘদিন ধরে পড়াশুনা করছো তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ।
এখানে কেবল মাত্র পুরুষরাই আবেদন করতে পারবে, মহিলারা আবেদন করতে পারবে না।CISF Fireman Recruitment 2024 পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি , কিভাবে আবেদন করবেন , বেতন কত সমস্ত তথ্য আলোচনা করা হয়েছে এই বিজ্ঞপ্তিটিতে।
CISF Fireman Recruitment 2024
পোস্টের নাম :
CISF এর পক্ষ থেকে কনস্টেবল / ফায়ারম্যান পদে নিয়োগ করা হবে। কেবলমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন।
মোট শুন্যপদের সংখ্যা :
এখানে মোট শূন্যপদ রয়েছে ১১৩০টি যেখানে পশ্চিমবাঙলা পদ রয়েছে মোট ৪৯ টি।
শিক্ষাগত যোগ্যতা :
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস্ করতে হবে এবং আবেদনকারীর উচ্চমাধ্যমিক এ সাইন্স অবস্যই থাকতে হবে।
বয়সসীমা :
আবেদনকারীর বয়স ১৮-২৩ এর মধ্যে হতে হবে অর্থাৎ ০১/১০/২০০১ থেকে ৩০/০৯/২০০৬ এর মধ্যে জন্মগ্রহণ করতে হবে।SC /ST দেড় জন্য ৫ বছর ছাড় রয়েছে এবং OBC দের ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত ছাড় রয়েছে।
বেতন :
এই পদে চাকরিপ্রার্থীদের বেতন ২১,৭০০-৬৯,১০০ টাকা প্রতি মাসে।
কি ভাবে হবে নিয়োগ প্রক্রিয়া :
এখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কয়েকটি ধাপে। প্রথমে হবে Physical Efficiency Test ( PET ) বা শারীরিক সক্ষমতার পরীক্ষা তারপর হবে Physical Standard Test ( PST ) বা শারীরিক মাপযোগের পরীক্ষা। এগুলোতে পাস্ করার পর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। তারপর সর্বশেষে হবে লিখিত পরীক্ষা।পরীক্ষা হবে হিন্দি বা ইংলিশে।
আবেদন পদ্ধতি :
আবেদনে ইচ্ছুক প্রার্থীদেড় আবেদন করতে হবে অনলাইনে। নোটিসে দেওয়া সমস্ত তথ্য অনুযায়ী অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদন করতে হবে। আবেদন করতে লাগবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, নিজের সই , মাধ্যমিকের সার্টিফিকেট ,উচ্চমাধ্যমিকের সার্টিফিকেট।
আবেদন ফী :
জেনারেল প্রার্থীদের জন্য -১০০ টাকা।SC /ST প্রার্থীদের কোনো ফী লাগবে না।
আবেদন শুরু হবে :
আবেদন শুরু হবে ৩১/০৮/২০২৪ তারিখ থেকে।
আবেদন শেষ হবে :
আবেদন শেষ হবে ৩০/০৯/২০২৪ তারিখ।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।তারপর গত এক বছর ধরে ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন এবং লেখালেখি করছেন।