প্রশ্ন বিচিত্রা সমাধান-2024 | Class 9 Prosno Bichitra Solved, Life Science, 2nd Summative, School-3

এখানে তোমরা ক্লাস ৯ এর জীবন বিজ্ঞানের প্রশ্ন বিচিত্রা সমাধান পাবে।দিত্বিয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ,স্কুল -3, পেজ -344-345 এর উত্তর।

ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের প্রশ্ন বিচিত্রা সমাধান|Model-3,Page 344-345

1.সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

(i) একটি দানাবিহীন শ্বেত রক্তকণিকার নাম হলো –

উত্তর – (a) লিম্ফোসাইট

(ii) ক্রেবস চক্র কোষের কোন অংশে ঘটে তা নির্ধারণ করো ?-

উত্তর – (b) মাইটোকনড্রিয়াতে।

(iii) রসের উৎস্রোত প্রক্রিয়াটিতে সাহায্য করে –

উত্তর – (d) সবকটি।

(iv) মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয় ?-

উত্তর – (c) যকৃতে।

(v) হাঁপানি রোগের ওষুধ প্রস্তূতিতে ব্যবহৃত উপক্ষারটি হলো –

উত্তর – (b) ডাটুরিন।

2. নির্দেশ অনুসারে নিচের প্রশ্ন গুলির উত্তর দাও :

শুন্যস্থান পূরণ করো :

(i) অভিস্রবণ প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার প্রয়োজন।

(ii) সালোকসংশ্লেষের অন্ধকার দশা RuBisCO উৎসেচক দ্বারা পরিচালিত হয়।

(iii) হৃৎপিণ্ডের ডান অলিন্দ অংশে মহাশিরা যুক্ত থাকে।

(iv) খাদ্যে আয়োডিনের অভাব ঘটলে গলগন্ড রোগ হয়।

সত্য বা মিথ্যা নির্বাচন করো :

(v) মানব হৃৎপিণ্ডের বাম নিলয়ের সঙ্গে মহাধমনী যুক্ত থাকে।

উত্তর -সত্য

(vi) চ্যাপ্টা কৃমির রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া।

উত্তর -মিথ্যা (ফ্লেমকোষ)

(vii) রক্ততঞ্চনে সাহায্য করে থ্রোম্বোপ্লাস্টিন নামক প্রোটিন।

উত্তর -সত্য

(viii) অস্থিসন্ধিতে অস্থির ঘর্ষণজনিত ক্ষয় থেকে রক্ষা করে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড।

উত্তর -মিথ্যা(সাইনোভিয়াল তরল)

বামস্তম্ভর সঙ্গে ডানস্তম্ভ মেলাও :

বামস্তম্ভ ডানস্তম্ভ
(ix) মাইটোকনড্রিয়া।(b) ক্রেবস চক্র
(x) নেফ্রন(a) বৃক্কের গঠনগত একক
(xi) গ্রানা(d) আলোক দশা

প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও :

(xii) প্রশ্বাস প্রক্রিয়ায় সাহায্যকারী একটি পেশির নাম লেখো।

উত্তর – ইন্টারকস্টাল পেশি

(xiii) একটি প্রোটিন পরিপাককারী উত্সেচকের নাম লেখো যা অগ্ন্যাশয় রসে থাকে।

উত্তর – ট্রিপসিন

3. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:

(i) ক্রেবস চক্রকে ‘TCA’ চক্র বলে কেন ?

উত্তর – ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত জৈব আসিডটি হলো সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড এ তিনটি কার্বক্সিল (-COOH) গ্রুপ বর্তমান থাকে বলে ,ক্রেবস চক্রকে TCA (Tricarboxylic acid) চক্র বলে।

(ii) ব্যাপন ও অভিস্রবনের দুটি পার্থক্য লেখো।

উত্তর –

বিষয় ব্যাপন অভিস্রবণ
(i) সংজ্ঞাএকই তাপমাত্রা ও চাপে কোনো পদার্থের অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে বিস্তার লাভ করাকে ব্যাপন বলে।অভিস্রবণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দ্রাবকের অণুগুলি কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের অঞ্চলের দিকে ব্যাপিত হয়।
(ii) অর্ধভেদ্য পর্দাপ্রয়োজন হয় না।প্রয়োজন হয়।
(iii) অণুগুলির বিচরণএই প্রক্রিয়ায় পদার্থের গতিশীল অণুগুলি বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে যায়।এই প্রক্রিয়ায় দ্রাবকের অনু কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে।
(iv) প্রকৃতিএটি একটি ভৌত প্রক্রিয়া।এটি ভৌত প্রক্রিয়া হলেও রাসায়নিক প্রভাব বিদ্যমান।
ব্যাপন ও অভিস্রবনের পার্থক্য

(iii) উদ্ভিদ রেচন পদার্থ গঁদ এর দুটি অর্থকারী গুরুত্ব লেখো।

উত্তর – গঁদ উদ্ভিদের সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর বিনষ্ট হয়ে উৎপন্ন হয়। বাবলা ,শিরীষ, আমড়া প্রভৃতি উদ্ভিত থেকে পাওয়া যায়।

গঁদ এর অর্থকারী গুরুত্ব : (i) কাগজশিল্প ,কাঠশিল্প ও বই বাঁধাই শিল্পে কাজে লাগে।

(ii)ছাপার কালি তৈরি করতে ব্যবহৃত হয়।

(iii)ওষুধ তৈরির সময় অপদ্রব্য রূপে ব্যবহৃত হয়।

(iv) শক্তির মুক্তি ও রূপান্তরে শ্বসনের তাৎপর্য ব্যাখ্যা করো।

উত্তর – (a) শ্বসন প্রক্রিয়ার সাহায্যে খাদ্য মধ্যস্থ স্থিতি শক্তি গতি শক্তি রূপে মুক্ত হয়। এই শক্তির কিছুটা অংশ ATP-এর মধ্যে আবদ্ধ হয় এবং এনার্জি কারেন্সিরূপে ব্যবহৃত হয়।

(b) উৎপাদিত শক্তি জোনাকি ও গভীর সমুদ্রের প্রাণীর দেহে (যেমন -সেপিয়া ,ললিগো প্রভৃতি ) জৈব আলোতে রূপান্তরিত হয় এবং আলো বিকীর্ণ করে।

(c) ইলেকট্রিক রে মাছের দেহে উৎপাদিত বিদ্যুৎও শ্বসনে উৎপাদিত শক্তির রূপান্তর বিশেষ।

(v) পেরিকার্ডিয়াম কি ? এর কাজ লেখো।

উত্তর – পেরিকার্ডিয়াম হল একটি পাতলা দ্বিস্তরী আবরণ যেটি হৃৎপিণ্ডকে ঘিরে থাকে।

কাজ – এটি হৃৎপিণ্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করে।

(vi) হিমোসিল কাকে বলে ? কোন প্রাণীদেহে হিমোসিল দেখা যায় ?

উত্তর – আর্থোপোডা পর্বের প্রাণীদের দেহের রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে।

উদাহরণ – ঘাসফড়িং ,প্রজাপতি।

(vii) মিথোজীবী পুষ্টি কাকে বলে ? উদাহরণ দাও।

উত্তর – যে পুষ্টি পদ্ধতিতে দুটি ভিন্ন প্রকারের উদ্ভিদ পরস্পরের সাহচর্যে এবং সহযোগিতায় জীবনধারণ করে এবং উভয়ই পারস্পরিক নির্ভরশীলতায় পুষ্টি সম্পন্ন করে তাকে মিথোজীবী পুষ্টি বলে।

উদাহরণ – লাইকেন। এক্ষেত্রে শৈবাল ও ছত্রাক পারস্পরিক সহোযোগিতায় পুষ্টি লাভ করে এবং বেঁচে থাকে।

Leave a comment