এখানে তোমরা ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের বা Life science প্রশ্ন বিচিত্রা সমাধান পাবে।দিত্বিয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ,School-4, পেজ -345-346 এর উত্তর।
ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের প্রশ্ন বিচিত্রা সমাধান|Model-4,Page 345-346
1.সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
(i) বাতাসে CO2 এর ঘনত্ব বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার –
উত্তর – (b)কমে।
(ii) মানুষের ছেদক দাঁতের সংখ্যা হলো –
উত্তর – (b) 4 টি।
(iii) একটি প্রোটিন ভঙ্গক উৎসেচক হল –
উত্তর – (a) ট্রিপসিন।
(iv) প্রদত্ত কোনটি মাইনর এলিমেন্ট ?-
উত্তর – (a) মলিবডেনাম।
(v) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন O2 এর উৎস হল –
উত্তর – (c) জল।
2. নির্দেশ অনুসারে নিচের প্রশ্ন গুলির উত্তর দাও :
শুন্যস্থান পূরণ করো :
(i) NADP+কে হিল বিকারক বলে।
(ii) লসিকা এক প্রকারের পরিবর্তিত কলা।
(iii) বৃক্কীয় নালিকার U আকৃতির অংশটিকে বলা হয় হেনলির লুপ।
(iv) মানুষের ক্ষুদ্রান্তের শোষণ অঙ্গের নাম হল ভিলাই।
সত্য বা মিথ্যা নির্বাচন করো :
(v) নিষ্ক্রিয় পরিবহনে বিপাকীয় শক্তি ও বাহকের প্রয়োজন হয়।
উত্তর – মিথ্যা। (সক্রিয় পরিবহনে)
(vi) ADH হরমোনের প্রভাবে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটে।
উত্তর -সত্য ।
(vii) পাইন হলো আংশিক মিথোজীবী উদ্ভিউ।
উত্তর -মিথ্যা। (আংশিক মৃতজীবী)
বামস্তম্ভর সঙ্গে ডানস্তম্ভ মেলাও :
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
(viii) পতঙ্গভুক পুষ্টি | (b) ড্রসেরা |
(ix) গোলকৃমি | (a) অন্তঃপরজীবী |
(x) আন্ত্রিক গ্রন্থি | (c) ক্ষুদ্রান্ত |
প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও :
(xi) মানুষের দন্ত সঙ্কেতটি লেখো।
উত্তর – I2/2, C1/1, PM2/2, M3/3.
(xii) কোন কলার মাধ্যমে উদ্ভিদদেহে রসের উৎস্রোত ঘটে।
উত্তর – জাইলেম কলা।
(xiii) মানব হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে ?
উত্তর – পেরিকার্ডিয়াম
3. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:
(i) মানুষের শ্বাস পেশির নাম লেখো।
উত্তর – ডায়াফ্রাম ও ইন্টারকস্টাল পেশি।
(ii) ব্যাপন ও অভিস্রবনের দুটি পার্থক্য লেখো।
উত্তর – ব্যাপন ও অভিস্রবনের পার্থক্য:
বিষয় | ব্যাপন | অভিস্রবণ |
(i) সংজ্ঞা | একই তাপমাত্রা ও চাপে কোনো পদার্থের অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে বিস্তার লাভ করাকে ব্যাপন বলে। | অভিস্রবণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দ্রাবকের অণুগুলি কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের অঞ্চলের দিকে ব্যাপিত হয়। |
(ii) অর্ধভেদ্য পর্দা | প্রয়োজন হয় না। | প্রয়োজন হয়। |
(iii) অণুগুলির বিচরণ | এই প্রক্রিয়ায় পদার্থের গতিশীল অণুগুলি বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে যায়। | এই প্রক্রিয়ায় দ্রাবকের অনু কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে। |
(iv) প্রকৃতি | এটি একটি ভৌত প্রক্রিয়া। | এটি ভৌত প্রক্রিয়া হলেও রাসায়নিক প্রভাব বিদ্যমান। |
(iii) ফোটোলাইসিস কি ?
উত্তর – সালোকসংশ্লেষের আলোক দশায় সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরোফিল জলকে বিশ্লিষ্ট করে এবং হাইড্রোজেন আয়ন (H+) ও হাইড্রক্সিল আয়ন (OH+) উৎপন্ন করে। আলোর উপস্থিতিতে জলের এইরূপ বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকে ফোটোলাইসিস বলে।
বিজ্ঞানী রবিন হিল এই বিক্রিয়াটি পবির্যবেক্ষণ করেন বলে একে ‘হিল বিক্রিয়া’ বলা হয়।
(iv) শিরা ও ধমনীর গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো।
উত্তর – গঠনগত পার্থক্য:
বিষয় | ধমনী | শিরা |
(i) উৎপত্তিস্হল | হৃৎপিন্ড। | রক্তজালক। |
(ii) প্রাচীর | ধমনীর প্রাচীর স্থূল, পেশিবহুল ও স্থিতিস্থাপক। | শিরার প্রাচীর অল্প পেশিবহুল ও অস্থিতিস্থাপক। |
(iii) মিলনস্থল | রক্তজালক। | হৃৎপিণ্ড। |
(iv) কপাটিকা | অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে না। | অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে। |
কার্যগত পার্থক্য :
বিষয় | ধমনী | শিরা |
(i) রক্তসংবহন পথ | ধমনী হৃৎপিণ্ড থেকে রক্ত সারাদেহে নিয়ে যায়। | শিরা সারাদেহ থেকে রক্ত হৃৎপিন্ডে ফিরিয়ে আনে। |
(ii) কাজ | ধমনীর মাধ্যমে অধিক O2 যুক্ত রক্ত বাহিত হয় (ব্যতিক্রম – ফুসফুসীয় ধমনী ) | শিরার মাধ্যমে অধিক CO2 যুক্ত রক্ত পরিবাহিত হয় (ব্যতিক্রম – ফুসফুসীয় শিরা ) |
(v) BMR এর সংজ্ঞা দাও।
উত্তর – একজন সুস্থ স্বাভাবিক খাদ্যগ্রহণের ঘন্টা পর সম্পূর্ণ শারীরিক ও মানসিক বিশ্রামরত অবস্থায় নাতিশীতোষ্ণ পরিবেশে দেহের প্রয়োজনীয় শারীরবৃত্তিয় ক্রিয়া সম্পাদনের জন্য প্রতি বর্গমিটার দেহতলে, প্রতি ঘন্টায় যে নূন্যতম তাপশক্তি নির্গত হয় , তাকে মৌল বিপাক হার বা BMR বলে।
(vi) ম্যালপিজিয়ান নালিকা ও ম্যালপিজিয়ান করপাসলের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর –
বিষয় | ম্যালপিজিয়ান নালিকা | ম্যালপিজিয়ান করপাসল |
(i) প্রকৃতি | পতঙ্গশ্রেণীর প্রাণীর রেচন অঙ্গ। | প্রাণীদেহের বৃক্কে অবস্থিত নেফ্রনের অংশবিশেষ। |
(ii) অবস্থান | মধ্য পৌষ্টিকনালী ও পশ্চাৎ পৌষ্টিকনালীর সংযোগস্থলে বর্তমান। | বৃক্কের কর্টেক্স অঞ্চলে অবস্থিত। |
(iii) গঠন | একপ্রান্ত বদ্ধ নালিকা দ্বারা গঠিত। | বাওম্যানস ক্যাপসুল ও গ্লোমেরুলাস সমন্বয়ে গঠিত। |
(iv) কাজ | হিমোসিল থেকে রেচন পদার্থ গ্রহণ করে পশ্চাৎ পৌষ্টিক নালিতে প্রেরণ করে। | পরাপরিস্রাবন পদ্ধতিতে রক্ত থেকে রেচন পদার্থ সহ তরলকে পৃথক করে। |
(vii) পৌষ্টিকতন্ত্রে উপস্থিত একটি মিশ্র গ্রন্থির নাম ও কার্যকারিতা লেখো।
উত্তর – পৌষ্টিকতন্ত্রে উপস্থিত একটি মিশ্র গ্রন্থির নাম হল অগ্ন্যাশয় গ্রন্থি।
কার্যকারিতা– নিঃসৃত উৎসেচক কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের সম্পূর্ণ পরিপাকে সহজ করে।
FAQs
বাষ্পমোচন উদ্ভিদের কোথায় ঘটে ?
উত্তর – বায়ব অংশে।
সালোকসংশ্লেষ কথাটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তর – বিজ্ঞানী বার্নেস।
কোন কোশীয় অঙ্গাণুতে ক্লোরোফিল থাকে ?
উত্তর – ক্লোরোপ্লাস্টিডে।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।তারপর গত এক বছর ধরে ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন এবং লেখালেখি করছেন।