প্রশ্ন বিচিত্রা সমাধান |Class 9 Prosno Bichitra Solved 2024, Life Science, 2nd Summative, School-4

এখানে তোমরা ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের বা Life science প্রশ্ন বিচিত্রা সমাধান পাবে।দিত্বিয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ,School-4, পেজ -345-346 এর উত্তর।

ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের প্রশ্ন বিচিত্রা সমাধান|Model-4,Page 345-346

1.সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

(i) বাতাসে CO2 এর ঘনত্ব বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার –

উত্তর – (b)কমে।

(ii) মানুষের ছেদক দাঁতের সংখ্যা হলো –

উত্তর – (b) 4 টি।

(iii) একটি প্রোটিন ভঙ্গক উৎসেচক হল –

উত্তর – (a) ট্রিপসিন।

(iv) প্রদত্ত কোনটি মাইনর এলিমেন্ট ?-

উত্তর – (a) মলিবডেনাম।

(v) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন O2 এর উৎস হল –

উত্তর – (c) জল।

2. নির্দেশ অনুসারে নিচের প্রশ্ন গুলির উত্তর দাও :

শুন্যস্থান পূরণ করো :

(i) NADP+কে হিল বিকারক বলে।

(ii) লসিকা এক প্রকারের পরিবর্তিত কলা।

(iii) বৃক্কীয় নালিকার U আকৃতির অংশটিকে বলা হয় হেনলির লুপ।

(iv) মানুষের ক্ষুদ্রান্তের শোষণ অঙ্গের নাম হল ভিলাই।

সত্য বা মিথ্যা নির্বাচন করো :

(v) নিষ্ক্রিয় পরিবহনে বিপাকীয় শক্তি ও বাহকের প্রয়োজন হয়।

উত্তর – মিথ্যা(সক্রিয় পরিবহনে)

(vi) ADH হরমোনের প্রভাবে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটে।

উত্তর -সত্য

(vii) পাইন হলো আংশিক মিথোজীবী উদ্ভিউ।

উত্তর -মিথ্যা(আংশিক মৃতজীবী)

বামস্তম্ভর সঙ্গে ডানস্তম্ভ মেলাও :

বামস্তম্ভ ডানস্তম্ভ
(viii) পতঙ্গভুক পুষ্টি(b) ড্রসেরা
(ix) গোলকৃমি(a) অন্তঃপরজীবী
(x) আন্ত্রিক গ্রন্থি(c) ক্ষুদ্রান্ত

প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও :

(xi) মানুষের দন্ত সঙ্কেতটি লেখো।

উত্তর – I2/2, C1/1, PM2/2, M3/3.

(xii) কোন কলার মাধ্যমে উদ্ভিদদেহে রসের উৎস্রোত ঘটে।

উত্তর – জাইলেম কলা।

(xiii) মানব হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে ?

উত্তর – পেরিকার্ডিয়াম

3. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:

(i) মানুষের শ্বাস পেশির নাম লেখো।

উত্তর – ডায়াফ্রাম ও ইন্টারকস্টাল পেশি।

(ii) ব্যাপন ও অভিস্রবনের দুটি পার্থক্য লেখো।

উত্তর – ব্যাপন ও অভিস্রবনের পার্থক্য:

বিষয়ব্যাপনঅভিস্রবণ
(i) সংজ্ঞাএকই তাপমাত্রা ও চাপে কোনো পদার্থের অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে বিস্তার লাভ করাকে ব্যাপন বলে।অভিস্রবণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দ্রাবকের অণুগুলি কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের অঞ্চলের দিকে ব্যাপিত হয়।
(ii) অর্ধভেদ্য পর্দাপ্রয়োজন হয় না।প্রয়োজন হয়।
(iii) অণুগুলির বিচরণএই প্রক্রিয়ায় পদার্থের গতিশীল অণুগুলি বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে যায়।এই প্রক্রিয়ায় দ্রাবকের অনু কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে।
(iv) প্রকৃতিএটি একটি ভৌত প্রক্রিয়া।এটি ভৌত প্রক্রিয়া হলেও রাসায়নিক প্রভাব বিদ্যমান।
ব্যাপন ও অভিস্রবনের পার্থক্য

(iii) ফোটোলাইসিস কি ?

উত্তর – সালোকসংশ্লেষের আলোক দশায় সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরোফিল জলকে বিশ্লিষ্ট করে এবং হাইড্রোজেন আয়ন (H+) ও হাইড্রক্সিল আয়ন (OH+) উৎপন্ন করে। আলোর উপস্থিতিতে জলের এইরূপ বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকে ফোটোলাইসিস বলে।

ফোটোলাইসিস বিক্রিয়া
ফোটোলাইসিস বিক্রিয়া

বিজ্ঞানী রবিন হিল এই বিক্রিয়াটি পবির্যবেক্ষণ করেন বলে একে ‘হিল বিক্রিয়া’ বলা হয়।

(iv) শিরা ও ধমনীর গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো।

উত্তর – গঠনগত পার্থক্য:

বিষয় ধমনী শিরা
(i) উৎপত্তিস্হল হৃৎপিন্ড। রক্তজালক।
(ii) প্রাচীর ধমনীর প্রাচীর স্থূল, পেশিবহুল ও স্থিতিস্থাপক। শিরার প্রাচীর অল্প পেশিবহুল ও অস্থিতিস্থাপক।
(iii) মিলনস্থল রক্তজালক। হৃৎপিণ্ড।
(iv) কপাটিকা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে না। অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে।
শিরা ও ধমনীর গঠনগত পার্থক্য

কার্যগত পার্থক্য :

বিষয় ধমনী শিরা
(i) রক্তসংবহন পথধমনী হৃৎপিণ্ড থেকে রক্ত সারাদেহে নিয়ে যায়।শিরা সারাদেহ থেকে রক্ত হৃৎপিন্ডে ফিরিয়ে আনে।
(ii) কাজধমনীর মাধ্যমে অধিক O2 যুক্ত রক্ত বাহিত হয় (ব্যতিক্রম – ফুসফুসীয় ধমনী )শিরার মাধ্যমে অধিক CO2 যুক্ত রক্ত পরিবাহিত হয় (ব্যতিক্রম – ফুসফুসীয় শিরা )
শিরা ও ধমনীর একটি কার্যগত পার্থক্য

(v) BMR এর সংজ্ঞা দাও।

উত্তর – একজন সুস্থ স্বাভাবিক খাদ্যগ্রহণের ঘন্টা পর সম্পূর্ণ শারীরিক ও মানসিক বিশ্রামরত অবস্থায় নাতিশীতোষ্ণ পরিবেশে দেহের প্রয়োজনীয় শারীরবৃত্তিয় ক্রিয়া সম্পাদনের জন্য প্রতি বর্গমিটার দেহতলে, প্রতি ঘন্টায় যে নূন্যতম তাপশক্তি নির্গত হয় , তাকে মৌল বিপাক হার বা BMR বলে।

(vi) ম্যালপিজিয়ান নালিকা ও ম্যালপিজিয়ান করপাসলের মধ্যে পার্থক্য লেখো।

উত্তর –

বিষয় ম্যালপিজিয়ান নালিকা ম্যালপিজিয়ান করপাসল
(i) প্রকৃতি পতঙ্গশ্রেণীর প্রাণীর রেচন অঙ্গ। প্রাণীদেহের বৃক্কে অবস্থিত নেফ্রনের অংশবিশেষ।
(ii) অবস্থান মধ্য পৌষ্টিকনালী ও পশ্চাৎ পৌষ্টিকনালীর সংযোগস্থলে বর্তমান। বৃক্কের কর্টেক্স অঞ্চলে অবস্থিত।
(iii) গঠন একপ্রান্ত বদ্ধ নালিকা দ্বারা গঠিত। বাওম্যানস ক্যাপসুল ও গ্লোমেরুলাস সমন্বয়ে গঠিত।
(iv) কাজ হিমোসিল থেকে রেচন পদার্থ গ্রহণ করে পশ্চাৎ পৌষ্টিক নালিতে প্রেরণ করে। পরাপরিস্রাবন পদ্ধতিতে রক্ত থেকে রেচন পদার্থ সহ তরলকে পৃথক করে।
ম্যালপিজিয়ান নালিকা ও ম্যালপিজিয়ান করপাসলের মধ্যে পার্থক্য

(vii) পৌষ্টিকতন্ত্রে উপস্থিত একটি মিশ্র গ্রন্থির নাম ও কার্যকারিতা লেখো।

উত্তর – পৌষ্টিকতন্ত্রে উপস্থিত একটি মিশ্র গ্রন্থির নাম হল অগ্ন্যাশয় গ্রন্থি

কার্যকারিতা– নিঃসৃত উৎসেচক কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের সম্পূর্ণ পরিপাকে সহজ করে।

FAQs

বাষ্পমোচন উদ্ভিদের কোথায় ঘটে ?

উত্তর – বায়ব অংশে।

সালোকসংশ্লেষ কথাটি প্রথম কে ব্যবহার করেন ?

উত্তর – বিজ্ঞানী বার্নেস।

কোন কোশীয় অঙ্গাণুতে ক্লোরোফিল থাকে ?

উত্তর – ক্লোরোপ্লাস্টিডে।

Leave a comment