Class 9 Prosno Bichitra Solved 2024, Life Science, 2nd Summative, School-1 -প্রশ্ন বিচিত্রা সমাধান

এখানে তোমরা ক্লাস ৯ এর জীবন বিজ্ঞানের প্রশ্ন বিচিত্রা সমাধান পাবে।দিত্বিয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ,স্কুল -১, পেজ -৩৪২-৩৪৩ এর উত্তর।

ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের প্রশ্ন বিচিত্রা সমাধান|Model-1,Page 342-343

1.সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

(i) কোন উদ্ভিদ অঙ্গটি বাষ্পমোচনে অংশগ্রহণ করে না ? –

উত্তর – (b)মূলরোম

(ii) একটি প্রোটিন ভাঙ্গক উৎসেচক হলো –

উত্তর – (a)ট্রিপসিন

(iii) সালোকসংশ্লেষের অন্ধকার দশায় কাঁচামাল হিসেবে যেটা ব্যবহৃত হয় ,তা হলো –

উত্তর – (d)কার্বন ডাইঅক্সাইড

(iv) কোনটি মাইনর এলিমেন্ট –

উত্তর – (a)মলিবডেনাম

(v) পতঙ্গ শ্রেণী উদ্ভিদের প্রধান কাজ হলো –

উত্তর – (b)ট্রাকিয়া

2. নির্দেশ অনুসারে নিচের প্রশ্ন গুলির উত্তর দাও :

শুন্যস্থান পূরণ করো :

(i) অভিস্রবনে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়।

(ii) সবাত শ্বসন এ গ্লাইকোলাইসিস ঘটে কোষের সাইটোপ্লাজমে

(iii) বৃক্কীয় নালিকার ‘U’ আকৃতির অংশটিকে বলা হয় হেনলির লুপ

সত্য বা মিথ্যা নির্বাচন করো :

(iv) মানুষের রক্ত কে হিমোলিমফ বলে।

উত্তর -মিথ্যা

(v) রাফলেশিয়া হলো একটি স্বভোজী উদ্ভিদ।

উত্তর -মিথ্যা

(vi) পিত্ত হলো উৎসেচকহীন পাচক রস।

উত্তর -সত্য

বামস্তম্ভর সঙ্গে ডানস্তম্ভ মেলাও :

বামস্তম্ভ ডানস্তম্ভ
(vii) জোঁক(b) নেফ্রিডিয়া
(viii) লাইকেন(d) মিথোজীবী
(ix) শ্বাসমূল(a) লম্বাণু উদ্ভিদ

প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও :

(x) RuBp এর পুরো নাম কি ?

উত্তর – ribulose-1,5-bisphosphate.

(xi) বিসদৃশ শব্দটি বেছে লেখো : তরুক্ষীর, রজন, কুইনাইন ,গোঁদ।

উত্তর – কুইনাইন

(xii) কোন শ্বেতরক্তকণিকা হেপারিন নিঃসরণ করে ?

উত্তর –বেসোফিল

(xiii) গিনিপিগ :কপ্রোফাগি :: রক্তচোষা বাদুড় : স্যাঙ্গুইনইভরি :

3. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:

(i) মানুষের দন্ত সংকেত লেখো ?

উত্তর – I2/2, C1/1, PM2/2, M3\3

যেখানে, I=Incisor বা কৃন্তক , C=Canine বা ছেদক , PM=Premolar বা পুরপেষক , M=Molar বা পেষক।

(ii) উদ্ভিদের বাষ্পমোচনের দুটি উপকারী ভূমিকা লেখো।

উত্তর – উদ্ভিদের বাষ্পমোচনের দুটি উপকারী ভূমিকা হল –

(a)জলের শোষণ প্রক্রিয়া : বাষ্পমোচনের দরুন উদ্ভিদের জাইলেম বাহিকায় টান উৎপন্ন হয় ফলে ,মূলরোমের কর্টেক্স অংশে শোষণ চাপ সৃষ্টি হয়। এই শোষণ চাপের প্রভাবে মূলরোমের দ্বারা জলের বিশোষণ ঘটে।

(b)রসের উৎস্রোত : বাষ্পমোচনের ফলে যে চোষণ বল ও বাষ্পমোচন টান তৈরি হয় তার প্রভাবে জাইলেম বাহিকার মধ্যে দিয়ে অভিকর্ষের বিপরীতে জল ও জলে দ্রবীভূত খনিজ লবন উর্দ্ধমুখে বাহিত হয় ও পাতায় শোষিত হয়।

(c)খাদ্যের পরিবহন : বাষ্পমোচন প্রক্রিয়া উদ্ভিদ দেহের বিভিন্ন কলাকোশে খাদ্য পরিবহন এ সহায়তা করে।

(iii) প্রশ্বাসের সময় অক্সিজেন গ্রহণ এর পথটি ছকের সাহায্যে লেখো।

উত্তর –

প্রশ্বাসের সময় অক্সিজেন গ্রহণ এর পথ
প্রশ্বাসের সময় অক্সিজেন গ্রহণ এর পথ

(iv) মুক্ত ও বদ্ধ সংবহনতন্ত্রের দুটি পার্থক্য লেখো।

উত্তর –মুক্ত ও বদ্ধ সংবহনতন্ত্রের দুটি পার্থক্য :

বিষয় মুক্ত সংবহনতন্ত্র বদ্ধ সংবহনতন্ত্র
(i)রক্তের অবস্থানরক্তবাহ ও দেহগহ্বরে অবস্থান করে।রক্তবাহে অবস্থান করে।
(ii)রক্তজালকঅনুপস্থিত।উপস্থিত।
(iii)রক্তের গতিরক্ত মন্থর গতিতে প্রবাহিত হয়।রক্ত দ্রুত গতিতে প্রবাহিত হয়।
(iv)কাজরক্ত কোলাকোষের প্রতক্ষ সংস্পর্শে আসে এবং রক্ত ও কোষের মধ্যে সরাসরি পদার্থের আদানপ্রদান ঘটে।রক্ত কলাকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে না এবং রক্ত ও কোষের মধ্যে সরাসরি পদার্থের আদানপ্রদান ঘটে না।
মুক্ত ও বদ্ধ সংবহনতন্ত্রের দুটি পার্থক্য

(v) ল্যাকটিক অ্যাসিড সন্ধান কাকে বলে ? এই সন্ধান পক্রিয়া কি তৈরিতে ব্যবহৃত হয় ?

উত্তর -ল্যাকটিক অ্যাসিড সন্ধান : যে সন্ধান প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া (ল্যাকটোব্যাসিলাস ) এবং পেশিকোষে অক্সিজেনের অনুপস্থিতিতে উত্সেচকের প্রভাবে গ্লুকোজের অসম্পূর্ণ জারণের ফলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় এবং খাদ্য মধ্যস্থ শক্তির আংশিক মুক্তি ঘটে ,তাকে ল্যাকটিক অ্যাসিড সন্ধান বলে।

এই সন্ধান প্রক্রিয়া অ্যালকোহল তৈরি এবং বেকারি শিল্পে ব্যাবহৃত হয়।

(vi) মানবদেহের দুটি বিপাকজনিত সমস্যা লেখো।

উত্তর –মানবদেহের দুটি বিপাকজনিত সমস্যা হলো –

(a) আর্থরাইটিস : দেহের বিভিন্ন অস্থিসন্ধি ফুলে গেলে বা অস্থিসন্ধিতে প্রদাহ সৃষ্টি হলে ,যে যন্ত্রণাদায়ক অবস্থার সৃষ্টি হয় তাকে আর্থরাইটিস বলে।

(b)উচ্চরক্তচাপ : রক্তবাহের মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় রক্তবাহের প্রাচীরে চাপ সৃষ্টি করে যার স্বাভাবিক মান 120/80 mm Hg। কিন্তু ,স্থুলতা বা লিপিডের বিপাকজনিত সমস্যা বা অত্যাধিক পরিমানে লবন গ্রহণ করলে রক্তবাহের মধ্যে রক্তচাপের মান 140/90 mm Hg বা তার বেশি বৃদ্ধি পায়। রক্তবাহের মধ্যে এই অস্বাভাবিক অবস্থাকে উচ্চরক্তচাপ বলে।

(vii) ডিক্সন ও জলির মতবাদ অনুযায়ী রসের উৎস্রোত এ সাহায্যকারী বলসমূহের নাম লেখো।

উত্তর – জাইলেম বাহিকা ও ট্র্যাকিডের ক্যাপিলারিটি , মূলজ চাপ , সমসংযোগ বল , অসমসংযোগ বল , বাষ্পমোচন টান।

Leave a comment