Class 9 Prosno Bichitra Solved 2024, Life Science, 2nd Summative, School-2 -প্রশ্ন বিচিত্রা সমাধান

এখানে তোমরা ক্লাস ৯ এর জীবন বিজ্ঞানের প্রশ্ন বিচিত্রা সমাধান পাবে।দিত্বিয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ,স্কুল -২, পেজ -৩৪৩-৩৪৪ এর উত্তর।

ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের প্রশ্ন বিচিত্রা সমাধান|Model-2,Page 343-344

1.সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

(i) একটি প্রোটিন ভাঙ্গনকারী উৎসেচক হলো –

উত্তর – (c)ট্রিপসিন

(ii) সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অনুর অক্সিজেনের উৎস কোনটি ?-

উত্তর – (a)CO2

(iii) ট্রাকিয়া কোন প্রাণীর স্বাস অঙ্গ ?-

উত্তর – (b)ফড়িং

(iv) কোনটি নাইট্রোজেনঘটিত রেচন পদার্থ নয়?-

উত্তর – (b)রজন

(v) এলার্জি প্রতিরোধক করে কোন শ্বেতরক্তকণিকা ?

উত্তর – (b)ইওসিনোফিল

2. নির্দেশ অনুসারে নিচের প্রশ্ন গুলির উত্তর দাও :

নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :

(i) NADP-এর পুরো অর্থ কি ?

উত্তর –নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট।

(ii) বাষ্পমোচন মাপার যন্ত্রের নাম কি ?

উত্তর – গ্যানং পোটোমিটার।

(iii) মানুষের দন্ত সংকেতটি লেখো।

উত্তর – I2/2, C1/1, PM2/2, M3/3.

শুন্যস্থান পূরণ করো :

(iv) ফুসফুসীয় শিরা বহন করে O2 যুক্ত বিশুদ্ধ রক্ত।

(v) 10 অনু PGAld থেকে 6 অনু RuBp উৎপন্ন হয়।

(vi) রক্ততঞ্চন :অনুচক্রিকা :: শ্বাসবায়ু পরিবহন : লোহিত রক্ত কণিকা।

সত্য বা মিথ্যা নির্বাচন করো :

(vii) পিত্তাশয় এ পিত্ত উৎপন্ন হয়।

উত্তর -মিথ্যা(যকৃতে)

(viii) মানুষের ‘O’ রক্তের গ্রুপে α এবং β এন্টিবডি থাকে।

উত্তর -সত্য

(ix) ব্যাপন পক্রিয়ায় পদার্থের অনু বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পরে।

উত্তর -সত্য

বামস্তম্ভর সঙ্গে ডানস্তম্ভ মেলাও :

বামস্তম্ভ ডানস্তম্ভ
(x) ক্ষারধর্মী তরল কলা(d) রক্ত
(xi) নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ(e) গঁদ
(xii) লাইকেন(b) মিথোজীবী
(xiii) যকৃৎ(a) অরনিথিন চক্র

3. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:

(i) তোমার শ্বাসক্রিয়ায় সহায়ক দুটি পেশির নাম লেখো।

উত্তর – ডায়াফ্রাম ও ইন্টারকস্টাল পেশি।

(ii) মৌল বিপাক হার কাকে বলে ?

উত্তর – একজন সুস্থ স্বাভাবিক খাদ্যগ্রহণের ঘন্টা পর সম্পূর্ণ শারীরিক ও মানসিক বিশ্রামরত অবস্থায় নাতিশীতোষ্ণ পরিবেশে দেহের প্রয়োজনীয় শারীরবৃত্তিয় ক্রিয়া সম্পাদনের জন্য প্রতি বর্গমিটার দেহতলে, প্রতি ঘন্টায় যে নূন্যতম তাপশক্তি নির্গত হয় , তাকে মৌল বিপাক হার বলে।

(iii) গ্লোমেরুলীয় পরিশ্রুত তরল কে মূত্র বলা হয় না কেন ?

উত্তর –

(iv) শিরা ও ধমনীর একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো।

উত্তর – গঠনগত পার্থক্য:

বিষয় ধমনী শিরা
(i) উৎপত্তিস্হল হৃৎপিন্ড। রক্তজালক।
(ii) প্রাচীর ধমনীর প্রাচীর স্থূল, পেশিবহুল ও স্থিতিস্থাপক। শিরার প্রাচীর অল্প পেশিবহুল ও অস্থিতিস্থাপক।
(iii) মিলনস্থল রক্তজালক। হৃৎপিণ্ড।
(iv) কপাটিকা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে না। অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে।
শিরা ও ধমনীর গঠনগত পার্থক্য

কার্যগত পার্থক্য :

বিষয় ধমনী শিরা
(i) রক্তসংবহন পথধমনী হৃৎপিণ্ড থেকে রক্ত সারাদেহে নিয়ে যায়।শিরা সারাদেহ থেকে রক্ত হৃৎপিন্ডে ফিরিয়ে আনে।
(ii) কাজধমনীর মাধ্যমে অধিক O2 যুক্ত রক্ত বাহিত হয় (ব্যতিক্রম – ফুসফুসীয় ধমনী )শিরার মাধ্যমে অধিক CO2 যুক্ত রক্ত পরিবাহিত হয় (ব্যতিক্রম – ফুসফুসীয় শিরা )
শিরা ও ধমনীর একটি কার্যগত পার্থক্য

(v) উৎসেচকের নামগুলি লেখো :

উত্তর – প্রোটিন পেপসিন প্রোটিওজ ট্রিপসিন পেপটোন ট্রিপসিন পেপটাইড ইরেপসিন অ্যামিনো অ্যাসিড।

(vi) পরজীবীয় পুষ্টি কাকে বলে ? উদাহরণ দাও।

উত্তর – যে পুষ্টি পদ্ধতিতে একটি জীব আশ্রয়দাতা জীবদেহ থেকে পুষ্টিরস গ্রহণের মাধ্যমে পুষ্টি সম্পন্ন করে এবং আশ্রয়দাতা বা পোষক জীবের ক্ষতিসাধন করে , তাকে পরজীবীয় পুষ্টি বলে।

উদাহরণ – ফিতাকৃমি ,উঁকুন।

(vii) এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি ?

উত্তর –গর্ভাবস্তায় মায়ের রক্ত Rh- হলে এবং ভ্রূণের রক্ত Rh+ হলে -প্রথম সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ,সে স্বাভাবিক হবে।প্রথম সন্তানের প্রসবকালে ভ্রূণের Rh+ রক্ত ,মায়ের Rh- রক্তের সঙ্গে মিশ্রিত হয়। ফলে মায়ের রক্তে আন্টি-Rh এন্টিবডি গঠিত হয়। উক্ত মায়ের দ্বিতীয় ভ্রূণটি Rh+ হলে ,মায়ের রক্তে থাকা আন্টি-Rh এন্টিবডি প্লাসেন্টা বা অমরা ভেদ করে ভ্রূণের দেহে প্রবেশ করে (কারণ- এই এন্টিবডি গুলি IgG প্রকৃতির হয় )। ভ্রূণের দেহে প্রবিষ্ট আন্টি-Rh এন্টিবডি লোহিত রক্ত কণিকার কোষপর্দার উপর অবস্থিত Rh এন্টিজেনের সঙ্গে বিক্রিয়া করে ,লোহিত রক্তকণিকাকে ভেঙে দেয় এবং অ্যাগ্লুটিনেশন ঘটে। ফলে ভ্রূণটি লোহিত রক্তকণিকার ভাঙ্গনজনিত তীব্র রক্তাল্পতা ও জন্ডিসে আক্রন্ত হয়। ভ্রূণের এই অবস্থাকে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলে।
এক্ষেত্রে ভ্রূণের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

Leave a comment