ICDS এ আবার নিয়োগ , ICDS Recruitment 2024 West Bengal

ICDS Recruitment 2024 West Bengal – রাজ্যে আবারও নতুন করে প্রকাশিত হলো ICDS নিয়োগের বিজ্ঞপ্তি। ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু জেলায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।তবে এবার একসাথে রাজ্যের বেশ কিছু ব্লক থেকে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

যে সকল চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে এটা একটি বিরাট সুযোগ।আজকের এই বিজ্ঞপ্তিতে জেনে নিন কোন কোন জায়গা থেকে আবেদন , কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন শুরু হবে সমস্ত তথ্য।

ICDS Recruitment 2024 West Bengal : বিবরণ

এখানে সমস্ত আবেদন প্রক্রিয়াটি হবে অনলাইন এ। কেউ যদি সরাসরি ডাকযোগে বা কুরিয়ার এর মাধ্যমে আবেদন করেন সেক্ষেত্রে আবেদন পত্রটি বাতিল বলে গণ্য করা হবে।

পোস্টের নাম :

এক্ষেত্রে ICDS এ হেল্পার ও ওয়ার্কার পদে নিয়োগ করা হবে।

বয়সসীমা :

আবেদনকারী প্রার্থী বয়স ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগত্যা :

আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে।

আবেদন শুরু :

আবেদন শুরু হবে ২১/০৮/২০২৪ তারিখ থেকে।

আবেদন শেষ :

আবেদন শেষ হবে ১৮/০৯.২০২২৪ তারিখ।

ICDS Recruitment 2024 West Bengal : কিভাবে করবে আবেদন

আবেদনকারী প্রার্থীদের আবেদন করার পূর্বে প্রথমে তার মোবাইল নম্বর রেজিস্টেশন করতে হবে এবং তারপর উক্ত নম্বরে একটি পাসওয়ার্ড আসবে। এই পাসওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ তাই পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখতে হবে।

এক্ষেত্রে পাসওয়ার্ডটি তিনবারের বেশি রিসেট করা যাবে না। তাই প্রত্যেকে নিজ নিজ মোবাইল নম্বর দিয়ে আবেদন করবেন এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হয় অবধি মোবাইল নম্বরটি সচল রাখতে হবে। নিয়োগ প্রক্রিয়ার সমস্ত তথ্য পরবর্তীতে SMS এর মাধ্যমে জানানো হবে।

বিজ্ঞপ্তিটিতে দেওয়া তথ্য অনুযায়ী যা যা ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু স্ক্যান করে আপলোড করতে হবে।

বাকি সমস্ত তথ্য জানার জন্য ও আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট www.icdspsbdn.in ভিজিট করুন।

ICDS Recruitment 2024 West Bengal : নিয়োগ পদ্ধতি কিভাবে হবে

সমস্ত আবেদনকারী প্রার্থীদের প্রথমে ৯০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই পরীক্ষায় যারা উতীর্ণ হবে তাদের জন্য ১০ নম্বরের ইন্টারভিউ হবে।তবে এক্ষেত্রে পরীক্ষায় উর্তীন প্রার্থীদের ১:৫ অনুপাতে ইন্টারভিউতে ডাকা হবে।ইন্টারভিউতে পাস্ করলে চাকরি নিশ্চিত।

Leave a comment