জিও এর গ্রাহকদের জন্য রয়েছে সুখবর। ১০০ GB ফ্রি, Jio AI Cloud Welcome Offer 2024

পুজোর আগেই এক বিরাট ঘোষণা করলো রিলায়েন্স জিও। নিঃসন্দেহে জিও ব্যাবহারকারীদের জন্য এটি একটি বিরাট সুখবর।যাদের ফোনে স্টোরেজ কম কিংবা ফটো, ভিডিও ও কোনো ডকুমেন্ট রাখার জন্য ফোনের এক্সট্রা স্টোরেজে কিনতে হচ্ছে তাদের কাছে এটি একটি বিরাট খবর। জিও এর তরফ থেকে এবার মিলবে ১০০ GB সম্পূর্ণ ফ্রি স্টোরেজ । সম্প্রতি এক অনুষ্ঠানে মুকেশ আম্বানি ঘোষণা করেছেন এই কথা।

ফোনে স্টোরেজ নিয়ে সমস্যা ? তবে আর কোনো চিন্তা নেই।আপনি যদি জিও সিম কার্ড ব্যবহার করে থাকেন, তবে আপনিও পাবেন এই সমস্যা থেকে সমাধান। এমনিই কথা ঘোষণা করা হয়েছে জিও এর পক্ষ থেকে। এই দিন ঘোষণা করা হয় ‘Jio AI Cloud Welcome Offer’ এর এই বিশেষ অফারটি।যেখানে জিও ব্যাবহারকারীদের সম্পূর্ণ ১০০ GB স্টোরেজ মিলবে একদম ফ্রীতে।

কি বলা হয়েছে এই অফারটিতে ?

সম্প্রতি ঘটে গেলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৭ টম অ্যানুয়াল জেনারেল মিটিং। আর এই মিটিংএ Jio AI Cloud Welcome Offer এর কথা ঘোষণা করেন জিও এর প্রধান কর্তা স্বয়ং মুকেশ আম্বানি। তিনি বলেন ‘জিও ব্যাবহারকারীরা ১০০ GB পর্যন্ত ক্লাউড স্টোরেজ পাবেন। আর এই স্টোরেজে ফটো, ভিডিও, কোনো ডকুমেন্ট স্টোর করে রাখতে পারবেন ব্যাবহারকারীরা’। এই অফারটি চালু করা হবে দিওয়ালিতে। এর সঙ্গে তিনি জিও কে সবচেয়ে বোরো ডেটা কোম্পানি বলেন

বিশ্বের সবচেয়ে বড়ো ডেটা কোম্পানি জিও !

এই জেনারেল মিটিংএ জিও কে বিশ্বের সবচেয়ে বড়ো ডেটা কোম্পানি বলে ঘোষণা করেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে জিও এর ৪৯ কোটি কাস্টোমার রয়েছে। এর মধ্যে প্রত্যেক জিও কাস্টোমার মাসে প্রায় ৩০ GB ডেটা ব্যবহার করেন যার মূল্য বিশ্বের প্রায় এক তুর্থাংশ।

সম্প্রতি জুলাই মাস থেকে জিও ,এয়ারটেল ,ভোডা সমস্ত কোম্পানি রিচার্জ এর দাম বাড়িয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে জিও এর এই নতুন অফারটি গ্রাহকদের কাছে একটি সুখবর।


Leave a comment