সমকামীদের (LGBTQ+) জন্য নতুন বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।যেখানে উপকৃত হবেন সমকামী সম্পর্কে থাকা ব্যাক্তিরা। সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এর তরফ থেকে জানানো হয়েছে যে, সমকামী যুগলরা চাইলে যৌথ ভাবে ব্যাঙ্ক একাউন্ট খুলতে পারবেন এক্ষেত্রে রইলো না আর কোনো বাধা।
এবার থেকে সমকামী সম্পর্কে থাকা ব্যাক্তিরা চাইলে জয়েন্ট একাউন্ট খুলতে পারবেন যে কোনো ব্যাংকে এমনই কথা ঘোষণা করেছেন মোদী সরকার। কেবল জয়েন্ট একাউন্ট না ,এছাড়াও কোনো ব্যাক্তি চাইলে তার সঙ্গীকে একাউন্টের নমিনি করে রাখতে পারবেন ,এক্ষেত্রেও নেই কোনো বিধি নিষেধ। অর্থাৎ কোনো সমকামী ব্যাক্তি মারা যাবার পর তার সমস্ত সঞ্চিত টাকা পাবেন তার পার্টনার।এক্ষেত্রে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না সমকামী সম্পর্কে থাকা ব্যাক্তিদের। আর এই মাসের শুরুতেই সমস্ত ব্যাঙ্ক গুলিতে এই সংক্রান্ত নোটিশ জারি করেছেন রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
সম্প্রতি কিছুদিন আগে ব্যাংকে যৌথ ভাবে একাউন্ট খোলা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিলেন সুপ্রিয়া চক্রবর্তী নামে এক সমকামী ব্যাক্তি।আর এরই রায় হিসেবে ২০২৩ সালের ১৭ ই অক্টোবর এই সংক্রান্ত একটি আদেশ দিয়েছিলো সুপ্রিম কোর্ট। আর এই রায়কে কেন্দ্র করে ২০২৪ সালের এপ্রিল মাসে কেন্দ্র ৬ জন সদস্য নিয়ে একটি কমিটি করেন।এই কমিটি গঠনের মূল উদেশ্য হলো –
৬ সদস্যের কমিটি গঠনের উদেশ্য
এই ৬ জন সদস্য নিয়ে কমিটি গঠনের মূল উদেশ্য যাতে সমকামী ব্যাক্তিদের (LGBTQ) কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করা। সমকামী ব্যাক্তিরা যাতে কোনোরকম বৈষ্যমের স্বীকার না হয় তার জন্য কোনো রকম ব্যবস্থা নেওয়া যেতে পারে কিনা এবং এই সমস্ত পদক্ষেপ গুলি খুঁজে বের করা ও এই সম্প্রদায় লোকেরা সমান ভাবে সেগুলি পাচ্ছে কিনা এবং তারা কোন রকমের হেনস্থার স্বীকার হচ্ছে কিনা তা নিশ্চিত করা।
তবে বর্তমানে ব্যাংকে যৌথ একাউন্ট খোলা নিয়ে ২৮ এ অগাস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, ” এতদ্বারা স্পষ্ট করা হচ্ছে যে ,সমকামী সম্প্রদায়ের ব্যাক্তিদের একটি যৌথ ব্যাঙ্ক একাউন্ট খোলা এবং একাউন্টধারীর একাউন্টের ব্যালেন্স পাওয়ার জন্য সমকামী সম্পর্কে থাকা কোনো ব্যাক্তিকে নমিনি হিসেবে মনোনীত করার জন্য কোনো বিধিনিষেধ নেই।”
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।তারপর গত এক বছর ধরে ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন এবং লেখালেখি করছেন।