আপনি যদি ব্যাংকে চাকরি করার কথা ভাবছেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর।স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) এর পক্ষ থেকে চলে এলো নতুন এক বিজ্ঞপ্তি।কোনো রকম পরীক্ষা ছাড়াই নিয়োগ করতে চলেছে SBI, যেখানে মোট শুন্য পদের সংখ্যা 150।
কিভাবে করবেন আবেদন, শিক্ষাগত যোগ্যতাই বা কি, বয়স কত, ইত্যাদি সম্পূর্ণ তথ্য বিস্তারিত ভাবে জানতে নিচে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখুন।
SBI Recruitment 2024 সমস্ত তথ্য
বিভাগ | স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) |
পোস্টের নাম | ট্রেড ফাইন্যান্স অফিসার (TEO) |
মোট শুন্যপদ | 150 টি |
আবেদনের মাধ্যম | অনলাইন |
মাসিক বেতন | 48,170/- টাকা থেকে 69,810/- টাকা পর্যন্ত |
শিক্ষাগত যোগ্যতা (Eligibility Criteria)
এই পদে আবেদনের জন্য থাকতে হবে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।তারসঙ্গে লাগবে যেকোনো বাণিজ্যিক ব্যাংকে ট্রেড ফাইন্যান্স প্রোসেসিং এর 2 বছরের অভিজ্ঞতা।
কিভাবে করবেন আবেদন (How to Apply for SBI Recruitment 2024)
TEO পদে আবেদনের জন্য প্রার্থীদের যেতে হবে SBI এর অফিসিয়াল ওয়েবসাইট sbi .co .in এ।সেখানে দেওয়া সমস্ত তথ্য অনুযায়ী সঠিক ভাবে ফর্মটি পূরণ করে নিন অনলাইনে।ফর্মটি পূরণ করার পর একবার চেক করে নিন যাতে কোনো ভুল না হয়।অবশেষে অনলাইনের মাধ্যমে আবেদন ফী জমা করুন।
আবেদন ফী :
সাধারণ (General ) EWS : | 750/- টাকা |
SC/ST/PWBD/OBC | কোনো টাকা লাগবে না। |
আবেদনের তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | 07/06/2024 |
আবেদন প্রক্রিয়া শেষ | 27/06/2024 |
নির্বাচনী প্রক্রিয়া (Selection Process)
এই পদে নিয়োগের জন্য হবে না কোনো লিখিত পরীক্ষা।SBI এর পক্ষ থেকে করা হবে সর্টলিস্ট সমস্ত আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে। সেখানে যাদের নাম থাকবে তাদের ডাকা হবে ইন্টারভিউ এ।যারা এই ইন্টারভিউ তে পাস্ করবে তাদের জন্য প্রকাশিত হবে মেধা তালিকা। সেখানে নাম থাকলে চাকরি নিশ্চিত।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।তারপর গত এক বছর ধরে ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন এবং লেখালেখি করছেন।