UBI Recruitment 2024 – যেসমস্ত চাকরি প্রার্থীরা ব্যাংকের চাকরির জন্য দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন তাদের জন্য রয়েছে সুখবর।সম্প্রতি UBI তথা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে এই বিজ্ঞপ্তিটিতে মোট শুন্য পদের সংখ্যা রয়েছে ৫০০।
আপনি যদি দীর্ঘদিন ধরে পড়াশোনার মধ্যে আছেন, চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে এটি আপনার কাছে একটি বিরাট সুযোগ। আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন এখানে। তাহলে আজকের এই বিজ্ঞপ্তিটির মাধ্যমে জানা যাক কিভাবে করবে আবেদন ,কি কি লাগবে , বয়স কত , শিক্ষাগত যোগ্যতাই বা কি এই সমস্ত তথ্য।
UBI Recruitment 2024 : বিবরণ
এক্ষেত্রে আবেদনকারীকে অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।আবেদনকারী কেবলমাত্র নিজের রাজ্য থেকে আবেদন করতে পারবে।
পোস্টের নাম – UBI এর পক্ষ থেকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে।
মোট শুন্য পদের সংখ্যা – এখানে মোট শূন্যপদ রয়েছে ৫০০ টি। যেখানে পশ্চিম বঙ্গে রয়েছে ১৬ টি।
শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্রাজুয়েশন পাস্ করে থাকতে হবে।
বয়সসীমা – ২০ – ২৮ বছর। (০১/০৮/২০২৪ এর মধ্যে)
বেতন – ১৫,০০০ টাকা প্রতি মাসে।
এপ্লিকেশন ফী – জেনারেল ও OBC – ৮০০ টাকা।
মহিলাদের – ৬০০ টাকা।
SC /ST – ৬০০ টাকা।
PWBD – ৪০০ টাকা।
আবেদন শুরু – ২৮/০৮/২০২৪ থেকে।
আবেদন শেষ – ১৭/০৯/২০২৪ পর্যন্ত।
UBI Recruitment 2024 : কিভাবে করবে আবেদন ?
এখানে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি অনলাইন মাধ্যমে হবে। প্রথমত ,আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইট unionbankofindia.co.in যেতে হবে। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
তারপর সেখানে দেওয়া সমস্ত তথ্য অনুযায়ী সঠিকভাবে পূরণ করতে হবে।তবে গুরুত্বপূর্ণ যে সকল আবেদনকারীকে তাদের লগিন ID ও পাসওয়ার্ড মনে রাখতে হয়ে।
UBI Recruitment 2024 : কিভাবে হবে নিয়োগ ?
এক্ষেত্রে আবেদনকারীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।যেখানে পরীক্ষাটি হবে অনলাইন মাধ্যমে। এখানে ১০০ মার্কের পরীক্ষা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপর হবে মেডিক্যাল টেস্ট। সর্বশেষ সমস্ত কিছু হওয়ার পর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।তারপর গত এক বছর ধরে ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন এবং লেখালেখি করছেন।