আপনার সন্তান বাইরে থাকে ,কিভাবে পাঠাবেন টাকা? তবে আপনার জন্য রইলো UPI Circle

আপনার সন্তান বা পরিচিত কেউ বাইরে থাকে ,নেই তার কোনো ব্যাঙ্ক একাউন্ট ,কিভাবে টাকা পাঠাবেন সেই চিন্তায় আছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। UPI অ্যাপ এ সরকার লঞ্চ করতে চলেছে নতুন ফিচার যার নাম UPI Circle .যদি আপনার ফোনে কোনোরকম UPI অ্যাপ থাকে তবে এই সুবিধা পাবেন আপনিও। এই সুবিধাটি পাওয়ার জন্য আপনি আপনার UPI অ্যাপ এর মাধ্যমে এক বা একাধিক ব্যাক্তিকে যুক্ত করতে পারবেন। এক্ষেত্রে উপকৃত হবেন আমার আপনার মতো সাধারণ মানুষ। ।

UPI হল একপ্রকার ডিজিটাল ট্রাঞ্জাকশন মিডিয়া। এর মাধ্যমে খুব সহজেই আপনার স্মার্টফোন থেকে অন্যকে টাকা পাঠাতে পারবেন।আর এই অ্যাপ এ লঞ্চ করা হল UPI Circle নাম একটি ফিচার।যেখানে আপনি সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। তবে, একবারে কেবল ৫,০০০ টাকা লেনদেন করতে পারবেন ব্যাবহারকারীরা।

UPI Circle কি?

UPI Circle হল UPI অ্যাপ এর লঞ্চ করা নতুন একটি ফিচার। এটি হল একপ্রকার ডিজিটাল সমাধান। যেখানে একজন ব্যাক্তি তার UPI একাউন্ট থেকে যেকোনো ব্যাক্তিকে তার জরুরি অবস্থায় তিনি তার UPI একাউন্ট থেকে লেনদেন করার অনুমতি দিতে পারবেন।

এক্ষেত্রে যার UPI আইডি তিনি হবে প্রাথমিক ব্যাবহারকারী ,এবং তিনি যাকে যাকে এই সার্কেলে যোগ করবেন তারা হবেন সেকেন্ডারি ব্যাবহারকারী। প্রাথমিক ব্যাবহারকারী যদি সেকেন্ডারি ব্যবহারকারীকে টাকা লেনদেন করার অনুমতি দেয় তবে তিনি লেনদেন করতে পারবেন। এক্ষেত্রে ,প্রাথমিক ব্যাবহারকারী UPI পিন লিখে পেমেন্ট করতে পারবেন।এতে পেমেন্টের সর্বোচ্চসীমা ১৫,০০০ টাকা।

কি কি সুবিধা পাবেন এই UPI Circle এ?

এই সুবিধার মাধ্যমে আলাদা আলাদা জায়গায় থাকা ব্যাক্তিরা একই একাউন্ট থেকে পেমেন্ট করতে পারবেন। আপনার যদি ব্যাঙ্ক একাউন্ট নাও থাকে, সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না।আপনি এই UPI Circle এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

এটি কোন কোন UPI অ্যাপ এ পাওয়া যাবে ?

এটি সমস্ত প্রকার UPI অ্যাপ এর ক্ষেত্রে কার্যকর। আপনার অ্যাপ এ এটি কার্যকর না হলে, খুব শীঘ্রই উপডেট করা হবে।

সম্প্রতি জুলাই মাসে রেকর্ড লেনদেন হয়েছে UPI এর মাধ্যমে। যার পরিমান ১,৪৪৪ কোটি ,যা গত বছরের তুলনায় ৪৫% বেশি। আর এর মাধ্যমে ২০.৬৪ লক্ষ কোটি টাকা ট্রাঞ্জাকশন করা হয়েছে। এক্ষেত্রে UPI Circle এর মাধ্যমে যে ভবিষতে ট্রাঞ্জাকশন পরিমান বাড়বে সে কথা আর বলার রাখে না।

Leave a comment