সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে জেলা পরিষদে নিয়োগ, Zilla Parishad Job Vacancy 2024

Zilla Parishad Job Vacancy 2024 – রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে আবারও এক সুখবর। নতুন করে নিয়োগ হতে চলেছে জেলা পরিষদে।নিয়োগ হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে।বিজ্ঞপ্তিটি জারি হয়েছে কোচ বিহার জেলা পরিষদ এর তরফ থেকে। এখানে নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। কি কি পোস্ট রয়েছে, কিভাবে করবে আবেদন সমস্ত তথ্য নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আপনি যদি কোচ বিহারের থেকে হন তাহলে অবশ্যই আবেদন করুন।জেলা পরিষদ দপ্তরে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ,বয়স সীমা ও বেতন পরিকাঠামো ,কিভাবে আবেদন করবেন এবং কতগুলি পোস্ট রয়েছে সেই সমস্ত তথ্য আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।

Zilla Parishad Job Vacancy 2024

১. পোস্টের নাম – Junior Engineer (Civil)
শিক্ষাগত যোগ্যতা : Diploma /BE in Civil Engineering এবং তার সঙ্গে থাকতে হবে বেসিক কম্পিউটার নলেজ।
বয়স সীমা : ২৩-৩৫ বছরের মধ্যে ০১-০৮-২০২৪ অনুযায়ী।
বেতন : মাসিক বেতন ১৫০০০ টাকা।

২. পোস্টের নাম – Junior Engineer (Electrical)
শিক্ষাগত যোগ্যতা : Diploma /BE in Electrical Engineering এবং তার সঙ্গে থাকতে হবে বেসিক কম্পিউটার নলেজ।
বয়স সীমা : ২৩-৩৫ বছরের মধ্যে ০১-০৮-২০২৪ অনুযায়ী।
বেতন : মাসিক বেতন ১৫০০০ টাকা।

৩. পোস্টের নাম – Junior Engineer (Civil) retired
শিক্ষাগত যোগ্যতা : Retired Junior Engineer/SAE of any State Govt Office of West Bengal এবং তার সঙ্গে থাকতে হবে বেসিক কম্পিউটার নলেজ।
বয়স সীমা : ৬০-৬৪ বছরের মধ্যে ০১-০৮-২০২৪ অনুযায়ী।
বেতন : মাসিক বেতন ১৫০০০ টাকা।

নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে – সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিভ হবে ২৪/০৮/২০২৪ তারিখে কোচ বিহার জেলা পরিষদ অফিসের মিটিং হলে। আবেদনকারী প্রার্থীদের ওই দিন উপস্থিত থাকতে হবে সঙ্গে আনতে হবে সমস্ত শিক্ষাগত যোগ্যতার অরিজিনাল ডকুমেন্ট এবং রেসিডেন্স প্রমানপত্র (ভোটার কার্ড বা আধার কার্ড) ও দুই কপি পাসপোর্ড সাইজ ফটো।প্রার্থীদের পৌঁছতে হবে সকাল ১০ টার মধ্যে।

Leave a comment